কলকাতা: এবার কলকাতায় সেঞ্চুরি ডিজেলের। লিটারে ৩৬ পয়সা বেড়ে শহরে ডিজেলের নতুন দাম হল ১০০ টাকা ১৪ পয়সা। পাশাপাশি লিটারে ৩৩ পয়সা বেড়েছে পেট্রোলও। আজ কলকাতায় পেট্রোলের নতুন দাম ১০৮ টাকা ৭৮ পয়সা। কলকাতা-সহ রাজ্যের ২৩টির মধ্যে ২২টি জেলাতেই সেঞ্চুরি পার করেছে ডিজেল।
এদিকে, জ্বালানির দাম বৃদ্ধির প্রভাব পড়েছে বাজারেও। পরিবহণ খরচ বেড়ে যাওয়ায় মাছ থেকে সব্জি, সবকিছুরই দাম বেড়েছে। পকেটে টান পড়ছে মধ্যবিত্তের। রাজ্যের ২৩টির মধ্যে ১৬টি জেলাতেই ১০০ পার করল ডিজেল। এবার উত্তর ও দক্ষিণ দিনাজপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনাতেও ডিজেলের দামে সেঞ্চুরি। এর আগেই ঝাড়গ্রাম, পুরুলিয়া, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, নদিয়া ও মুর্শিদাবাদে ১০০ পার করেছে ডিজেল।
আরও পড়ুন, ফের বিদেশ থেকে ডাক পেলেন মমতা, শারজা আন্তর্জাতিক বইমেলায় আমন্ত্রণ মুখ্যমন্ত্রীকে
অন্যদিকে, করোনা সঙ্কটের মধ্যে বেড়েই চলেছে পেট্রোপণ্যের দাম। জ্বালানি তেল থেকে রান্নার গ্যাস সবই অগ্নিমূল্য। ডিজেল সেঞ্চুরি করে ফেলার পর ব্যবসা কীভাবে চলবে, তা নিয়ে আতান্তরে পড়েছেন বহু পরিবহণ ব্যবসায়ী। কেউ কেউ ব্যবসা গোটানোর কথা ভাবছেন। মধ্যবিত্তদের মধ্যে অনেকে আবার ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমিয়ে ফেলতে বাধ্য হয়েছেন।
বুধবার কলকাতায় পেট্রোল ও ডিজেলের দাম বেড়েছিল। লিটারে ৩৪ পয়সা বেড়ে শহরে পেট্রোলের নতুন দাম হয়েছিল ১০৮ টাকা ৪৫ পয়সা। ১০০ টাকা ছুঁইছুঁই ছিল ডিজেলও। লিটারে ৩৫ পয়সা বেড়ে কলকাতায় ডিজেলের দাম দাঁড়িয়েছিল ৯৯ টাকা ৭৮ পয়সা। বৃহস্পতিবারে সেই রেকর্ডকেও ছাপিয়ে গেল জ্বালানির দাম।
এদিকে, বেলাগাম জ্বালানির দামে কখনও দড়ি দিয়ে খালি বাস, আবার কখনও ট্যাক্সি টেনে চলছে প্রতিবাদ। এবার পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কালো ব্যাজ পরে কাজ করলেন পেট্রোল পাম্পের মালিক ও কর্মীরা। এদিন কলকাতার বিভিন্ন পেট্রোল পাম্পে দেখা গেল এই ছবি।