কলকাতা: ফের বিদেশ থেকে আমন্ত্রণ মমতা বন্দ্যোপাধ্যায়কে। এবার শারজা আন্তর্জাতিক বইমেলায় আমন্ত্রণ জানানো হল বাংলার মুখ্যমন্ত্রীকে। জানা গিয়েছে, ২ নভেম্বর উদ্বোধন হবে চল্লিশতম শারজা আন্তর্জাতিক বইমেলার। মেলা চলবে ৩ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত। 


এদিকে মুখ্যমন্ত্রীর বিদেশ সফর নিয়ে সম্প্রতি জট বেঁধেছিল। একটি সংগঠনের আমন্ত্রণে ৬ অক্টোবর রোম সফরে যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু সেই সফরের অনুমতি দেয়নি বিদেশমন্ত্রক। এর আগে শিকাগো সফরে যেতেও মুখ্যমন্ত্রীকে অনুমতি দেওয়া হয়নি। অক্টোবরে মুখ্যমন্ত্রীকে রোমে শান্তি সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছিল কমিনিউনিটি অফ সন্ত এগিডিও। সমাজসেবা ও শান্তি প্রতিষ্ঠাই এই সংগঠনের লক্ষ্য। যদিও সেই সফরে যেতে পারেননি তৃণমূল সুপ্রিমো।


আরও পড়ুন, স্কুল খোলার পর মানতে হবে এই নির্দেশ, দেখুন সেগুলি কী কী?


সেই সময় বিজেপি সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেছিলেন, "বিশ্ব শান্তির জন্য একটি মিটিং ছিল রোমে। জার্মান চ্যান্সেলর যাবেন, পোপ, ইমাম, ইতালির প্রধানমন্ত্রী আর আমাকে বলেছিলেন যাওয়ার জন্য। ইতালি সরকার আমাদের জন্য বিশেষ অনুমতি দিয়েছিল। অথচ কেন্দ্র আমার এই যাত্রা বাতিল করে দিল। কেন বন্ধ করল যে মুখ্যমন্ত্রীর জন্য না কি এই যাত্রা নয়। আমি যেখানেই যাব সেখানেই বাধা। আর আপনাদের লোক খালি এদিক-ওদিক ঘুরে বেড়াবে। তখন তো কেউ কিছু বলে না। রোমে গেলে তা দেশের জন্য গর্বের হত। হিন্দু ধর্মের জন্য যদি এত উদারতা তাহলে আমি একজন হিন্দু মহিলা, আমাকেই বারংবার আটকে দেওয়া হয় কেন? হিংসা, পুরো হিংসা থেকে এসব করা হয়।"  


আরও পড়ুন, বরফের চাদরে ঢাকল কেদারনাথ, তীর্থযাত্রীদের ভিড় দেবভূমিতে


প্রসঙ্গত, তিন বছর আগে মমতা বন্দ্যোপাধ্যায় জার্মানি ও ইতালি সফর করেছিলেন। ওই সময় তিনি জার্মানির ফ্রাঙ্কফার্টে ইন্দো-জার্মান কমার্স ইন্ডাস্ট্রিজের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সেইসঙ্গে ইতালির মিলান শহরে শারোদৎসব ও বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনেও অংশ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী। বিদেশী লগ্নিকারীদের রাজ্যে লগ্নি নিয়ে আমন্ত্রণ জানাতে ওই সফর করেছিলেন মুখ্যমন্ত্রী।