সৌভিক মজুমদার, কলকাতা: নতুন করে রাজ্যে ভোট পরবর্তী সন্ত্রাস মামলার (Post Poll Violance) তদন্তের রিপোর্ট দিতে হবে সিবিআই (CBI) এবং সিট-কে (SIT)। সোমবার এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে নতুন রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। সেইসঙ্গে হাইকোর্ট জানিয়েছে, তদন্ত শেষ হলে তারপর ক্ষতিপূরণের (compensation) প্রশ্ন। 


রাজ্যে ভোট পরবর্তী সন্ত্রাস (Post Poll Violence) মামলায় নতুন মোড়।  কলকাতা হাইকোর্টের (Kolkata Highcourt) ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল, তদন্ত শেষ হওয়ার পরই ক্ষতিপূরণের প্রশ্ন।  পাশাপাশি, CBI এবং SIT-কে নতুন করে তদন্তের রিপোর্ট জমা দিতে বলেছে আদালত। 


সোমবার, রাজ্যে ভোট পরবর্তী সন্ত্রাস মামলার শুনানি (Post Poll Violence Hearing) ছিল হাইকোর্টের (Kolkata Highcourt) প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে। 


আদালত (High court) সূত্রে খবর , এই মামলায় একমাস আগে তদন্ত রিপোর্ট জমা দিয়েছিল রাজ্য সরকারের (West Bengal Government) গঠিত সিট (STI) । সিবিআইয়ের (CBI) রিপোর্ট অনেক আগেই জমা দেওয়া । এই প্রেক্ষিতে তদন্তের সর্বশেষ অগ্রগতি জানতে নতুন রিপোর্ট চাইল ডিভিশন বেঞ্চ। 


CBI এবং SIT-কে আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে নতুন রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। অন্যতম মামলাকারী প্রিয়ঙ্কা টিবরেওয়াল (Priyanka Tibrewal) এদিন আদালতে অভিযোগ করেন, শ্যামনগরের কিছু বিজেপি কর্মী (BJP Worker), সমর্থক এখনও বাড়ি ফিরতে পারেননি ।   


আদালত সূত্রে খবর, প্রধান বিচারপতি রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে (Advocate General) বলেন, ঘরছাড়া মানুষের বিস্তারিত তালিকা রাজ্যকে জমা দিতে হবে। এই মামলার পরবর্তী শুনানি আগামী ২০ ডিসেম্বর।  


আরও পড়ুন: Sukanta Majumder: “উত্তরপ্রদেশ পারলে বাংলা কেন পারবে না?’’ পেট্রোপণ্যের দাম নিয়ে রাজ্যকে তোপ সুকান্তর


আরও পড়ুন: Kolkata Weather : আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম !