কলকাতা: এবার আইটেম গানে (item song) দেখা গেল অঙ্কুশ হাজরাকে (Ankush Hazra)। প্রকাশ্যে এল 'রক্তবীজ' (Raktabeej) ছবির নতুন গান 'গোবিন্দ দাঁত মাজে না'। এবার পুজোয় নতুন 'নাচের' গানে দর্শককে মাতাতে আসছে 'রক্তবীজ'। 


প্রকাশ্যে 'রক্তবীজ' ছবির প্রথম গান


'রক্তবীজ' ছবির প্রথম গানে অঙ্কুশ হাজরার ক্যামিও। ভিক্টর বন্দ্যোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তী অভিনীত, নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত 'রক্তবীজ' বড় পর্দায় মুক্তি পাবে ১৯ অক্টোবর। তার আগে প্রকাশ্যে এল সুরজিৎ চট্টোপাধ্যায়ের লেখায় ও সুরে, তাঁরই গাওয়া 'গোবিন্দ দাঁত মাজে না' গানের ভিডিও।


এদিন উইন্ডোজ প্রোডাকশনের তরফে গানের ভিডিও পোস্ট করে লেখা হয়, 'ফ্রম হাওড়া টু বর্ধমান, গয়া টু কাশী। মেইন লাইন কর্ড লাইন, ওগো মেসো আর মাসি। সকলে জানে রে কেউ কিছুই বলে না। কেন গোবিন্দ দাঁত মাজে না!' এর আগে 'উইন্ডোজ'-এর অফিসিয়াল হ্যান্ডল থেকে একটি পোস্ট করা হয়, সেখানে লেখা হয়, 'সবাই দাঁত মাজে। কিন্তু একজন মাজে না।' সেই ব্যক্তির সঙ্গে কথা মতো দুপুর ১২টায় দেখা করিয়েছে নির্মাতারা। 


এই গান প্রকাশ্যে আসতে যদিও দর্শকের একাংশ ট্রোলও করেছেন গানটিকে। এই গানের কথা অনেকেরই পছন্দ হয়নি। কেউ কটাক্ষ করে লিখলেন, 'কে বলেছে বাংলা ইন্ডাস্ট্রিতে ভাল গান হয় না? এমন গান যেটা কেউই একবার শোনার পর শুনবে না।' আবার একজন লেখেন, 'এটা একটা গান? অঙ্কুশ নিঃসন্দেহে দারুণ ডান্সার। কিন্তু এই গানটা একদম ভাল লাগছে না।' কেউ কটাক্ষ করে লেখেন, 'কিডনি ছোঁয়া গান'। অপর একজন মজা করে লেখেন, 'পেস্ট নেই'। তবে এই গানটা দেখে অনেকেই এক বাক্যে স্বীকার করে নিয়েছেন যে অঙ্কুশ অত্যন্ত ভাল একজন নৃত্যশিল্পী। তাঁর নাচের প্রশংসায় পঞ্চমুখ অনুরাগীরা। 


 






এর আগে এবিপি লাইভকে দেওয়া সাক্ষাৎকারে সুরজিৎ চট্টোপাধ্যায় জানিয়েছিলেন, মাত্র ৫ দিনের মধ্যেই নতুন গান তৈরি করেছিলেন তিনি। সুরজিৎ বলেন, 'একদিন রেলওয়ে স্টেশনে বসে অপেক্ষা করছিলাম ট্রেনের জন্য। হঠাৎ মনে হল, চোখের সামনে যা যা ঘটছে, সেগুলোই লিখে ফেলা যাক না কেন! আমার কাছে শব্দগুলো তৈরিই ছিল। তাতেই সুর বসিয়ে বেঁধে ফেললাম একটা গান। কিন্তু গানটি রেকর্ডিং, তারপরে শ্যুটিংয়ের পরে যেন একটা অন্য মাত্রা পেল। গান বাঁধার সময় স্বপ্নেও ভাবিনি ওঁরা আমার গানটাকে এই জায়গায় নিয়ে যাবে।'


আরও পড়ুন: Shikhar Dhawan-Akshay Kumar: জন্মদিনে মহাকালেশ্বর মন্দিরে ক্যামেরার লেন্সবন্দি ধবন, অক্ষয়


খাগড়াগড় বিস্ফোরণকাণ্ডের প্রেক্ষাপটে এই থ্রিলার ছবি পরিচালনা করছেন এই পরিচালকদ্বয়। এই ছবিতে অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন,  অনুসূয়া মজুমদারের (Anushua Majumdar), কাঞ্চন মল্লিক (Kanchan Mallick), সত্যম ভট্টাচার্য্য (Satyam Bhattacharyya), অম্বরীশ ভট্টাচার্য্য (Ambarish Bhattacharyya), দেবলীনা কুমার (Debleena Kumar) ও দেবাশীষ মণ্ডল (Debashish Mondal)। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial