প্রকাশ সিন্হা:  কয়লাকাণ্ডের তদন্তে জিজ্ঞাসাবাদের সময় তাঁকে ফাঁসানো এবং তাঁর বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে বলে দাবি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়। খবর সিবিআই সূত্রে। 


কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দাবি, জিজ্ঞাসাবাদের সময় অভিষেক-পত্নীর গত পাঁচ বছরের আয়কর ও প্যান কার্ড সংক্রান্ত তথ্য চাওয়া হয়েছে। যত দ্রুত সম্ভব এই সংক্রান্ত নথি জমা দিতে বলা হয়েছে বলে সিবিআই সূত্রে খবর। 


পাশাপাশি, আয়কর দফতর থেকেও অভিষেক-পত্নীর আয়কর সংক্রান্ত নথি চাইল সিবিআই। খবর সূত্রের। 


কলাকাণ্ডের তদন্তে মঙ্গলবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরাকে সোয়া এক ঘণ্টা জিজ্ঞাসাবাদ করল সিবিআই। 


সকাল এগারোটা থেকে দুপুর তিনটের মধ্যে সিবিআইকে সময় দিয়েছিলেন অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়। 


১১টা ৩৭ মিনিট নাগাদ শান্তিনিকেতনে পৌঁছোয় সিবিআইয়ের আটজন অফিসারের টিম। সোয়া একঘণ্টার মধ্যে জিজ্ঞাসাবাদ সেরে অভিষেকের বাড়ি থেকে বেরিয়ে যান সিবিআই অফিসাররা। 


সিবিআই সূত্রে দাবি, রুজিরা বন্দ্যোপাধ্যায়কে ব্যাঙ্ককের দু’টি অ্যাকাউন্ট নিয়ে প্রশ্ন করা হয়। উত্তরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী বলেন, জানান এই অ্যাকাউন্টগুলি সম্পর্কে তিনি কিছু জানেন না। তখন সিবিআই-এর তরফে তাঁকে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবুকের প্রথম পাতা দেখানো হয়। রুজিরা তা দেখে ফের জানান, এ বিষয়ে তাঁর কিছুই জানা নেই। 


কেন্দ্রীয় গোয়েন্দা সূত্রে দাবি, ব্যাঙ্ককের ওই দু’টি ব্যাঙ্কে চিঠি পাঠিয়ে অ্যাকাউন্ট সম্পর্কে কিছু তথ্য চাওয়া হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী রুজিরার ঘনিষ্ঠ মহল সূত্রে দাবি,  সিবিআইয়ের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। পুরো জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া মসৃণভাবে হয়েছে। তদন্তে সমস্তরকমের সহযোগিতা করা হয়েছে।


সিবিআই সূত্রে খবর, জিজ্ঞাসাবাদে রুজিরা যে তথ্য দিয়েছেন, তা নিয়ে পর্যালোচনা করবেন অফিসাররা। তারপর তদন্তের পরবর্তী পদক্ষেপ ঠিক করা হবে।