জয়ন্ত পাল, কলকাতা: মশা মারার ব্যাট। তার গায়ে লেখা রয়েছে, ‘ডেঙ্গুর বিরুদ্ধে মশার সাথে খেলা হবে’...!


মঙ্গলবার নিউটাউনের লালকুঠীতে একটি সরস্বতী পুজোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা তাপস চট্টোপাধ্যায়। এখানের সরস্বতী পুজোর থিম, ‘ডেঙ্গুর বিরুদ্ধে মশার সাথে খেলা হবে’।  বাগ্‍‍দেবীর আরাধনার দিন এলাকার বাসিন্দাদের মধ্যে ‘খেলা হবে’ স্লোগান লেখা মশা মারার ব্যাট বিলি করা হয়। 


বিধাননগরের প্রাক্তন ডেপুটি মেয়র তথা তৃণমূল নেতা তাপস চট্টোপাধ্যায় বলেন, মশার সঙ্গে মানুষের খেলা, বাড়ি বাড়ি দেওয়া হবে এই ব্যাট। সাম্প্রদায়িক দলগুলো যেভাবে মাথাচাড়া দিচ্ছে, এবার পরাজিত হবে।


ভোটের আগে রাজ্যজুড়ে সাড়া ফেলে দিয়েছে এই খেলা হবে স্লোগান। রাজনীতির ময়দান থেকে বিয়ে বাড়িতে ডিজে-র গানেও ট্রেন্ডিং সেই 'খেলা হবে'। 


এর শুরুটা করেছিলেন অনুব্রত মণ্ডল। তিনি বলেছিলেন, খেলা হবে। ভয়ঙ্কর খেলা হবে। এই মাটিতেই খেলা হবে। এই স্লোগান প্রথমবার দিয়েছিলেন বাংলাদেশের নারায়ণগঞ্জের আওয়ামি লিগের সাংসদ শামিম ওসমান। 


এই প্রেক্ষাপটে বিধানসভা ভোটের আগে বিধাননগর পুরসভার প্রাক্তন ডেপুটি মেয়রের মশা মারার ব্যাট বিলিকে কেন্দ্র করে আক্রমণ করেছে বিজেপি।


উত্তর ২৪ পরগনা বিজেপি সম্পাদক স্বপন রায়চৌধুরী বলেন, এটা তো বাংলাদেশি কথা, ভোট ঘোষণা হওয়ার পর কারা খেলবে দেখা যাবে, ওরা তো হটিস্টিক বাড়ি বাড়ি দিয়ে দেবে।


ভোট মানেই অনুব্রত মণ্ডলের মুখে নতুন কোনও শব্দবন্ধ। লোকসভা ভোটের আগে নকুলদানা, পঞ্চায়েত ভোটের আগে গুড় বাতাসা বা রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে থাকার বার্তা। ২০১৬-র বিধানসভা ভোটের আগে চড়াম চড়াম ঢাক বাজানোর দাওয়াই।


তবে জনপ্রিয়তার নিরিখে সে’সবকে ছাপিয়ে গেছে ‘খেলা হবে’ স্লোগান। এবার যা জায়গা করে নিয়েছে মশা মারার ব্যাটেও। তবে ভোটের খেলায় কে জেতে, সেটাই দেখার।