কলকাতা: শুরু কলকাতা পুরভোট। শিয়ালদায় টাকি স্কুলের কাছে উত্তেজনা। কংগ্রেস কর্মীদের মারধরের অভিযোগ। ভিড় সরাল পুলিশ। পুরভোটের সকাল থেকেই অশান্তি। শিয়ালদহে কংগ্রেসের পোলিং এজেন্টদের মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এ বিষয়ে এখনও তৃণমূলের প্রতিক্রিয়া মেলেনি। গতকাল থেকেই কলকাতায় বিক্ষিপ্ত অশান্তির আঁচ মিলিছে। কোথাও মারধর, কোথাও বোমাবাজি, কোথাও আবার ভয় দেখানোর অভিযোগ উঠেছে। যা নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক চাপানউতোর।


পুরভোটের আগে একাধিক ওয়ার্ড যেমন ১০৮ নম্বর ওয়ার্ড, ৯২ নম্বর ওয়ার্ড, ১২২ নম্বর ওয়ার্ড, ৬৮ নম্বর ওয়ার্ডে বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটল। শুক্রবার রাতে, ১০৮ নম্বর ওয়ার্ডের মাঝিপাড়ায় দু’পক্ষের মধ্যে গন্ডগোল হয়।


আহত হন কয়েকজন। ঝরে রক্ত। কয়েকটি বাইক ও গাড়িতে ভাঙচুর করা হয়! আক্রান্ত তৃণমূল কর্মীর স্ত্রী কৃষ্ণা হালদারের কথায়, কালকে আমার স্বামীকে খুঁজতে এসেছিল। পায়নি। মারধর করে, ভাঙচুর করে। তারাও তৃণমূল করে, আমরাও তৃণমূল করি। হামলার অভিযোগে উত্তেজনা ছড়ায়। তুঙ্গে তৃণমূল বিধায়ক ও প্রার্থীর বাগ্‍যুদ্ধ।


তৃণমূল বিধায়ক ও মন্ত্রী জাভেদ খানের কথায়, ১০৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী সুশান্ত ঘোষ এই ঘটনা ঘটিয়েছেন। কেন করেছেন বুঝছি না। আমার প্রতি আক্রোশে করেছেন কিনা, জানি না। একসঙ্গে কাজ করতে চাই।


১০৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুশান্ত ঘোষ, একসঙ্গে কাজ করতে চাইলে তো প্রচারে-মিটিংয়ে আসতেন। একটিতেও আসেননি। তপসিয়া থেকে দুষ্কৃতীদের এনে, হামলা ঘটানো হয়েছে।


৬৮ নম্বর ওয়ার্ডের বালিগঞ্জ প্লেসে বোমাবাজির অভিযোগ উঠেছে! প্রয়াত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের বোন ও নির্দল প্রার্থী তনিমা চট্টোপাধ্যায়ের অনুগামীদের অভিযোগ, শুক্রবার রাতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা পরপর ২টি বোমা ছোড়ে। যদিও, এই অভিযোগ অস্বীকার করেছেন ৬৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী। সুদর্শনা মুখোপাধ্যায়ের দাবি, যাঁরা এসব কথা বলছেন, তাঁরা নিজেরাই বোমাবাজি করে মিথ্যে অভিযোগ করছেন। 


৯২ নম্বর ওয়ার্ডে বামেদের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছে তৃণমূল। শাসক দলের অভিযোগ, ছাপ্পা ভোট করানোর জন্য, ঢাকুরিয়ায় মৃত ব্যাক্তিদের ভোটার কার্ড সংগ্রহ করছে বামেরা। ভিডিও প্রকাশ করে এই অভিযোগ তুলেছে তৃণমূল। লেক থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।


কলকাতা পুরসভা ৯২ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী অভিষেক মুখোপাধ্যায়ের অভিযোগ, মধুছন্দা নিজে বেড়িয়ে প্রচার করছেন, মৃতদের ভোটার কার্ড সংগ্রহ করছে, ছাপ্পা ভোটের জন্য।


১২২ নম্বর ওয়ার্ডের হরিদেবপুরে আবার, তৃণমূলের বিরুদ্ধে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ তুলেছে CPM। এমনকী, বুথে না বসার জন্য এজেন্টদের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ।


কলকাতা পুরসভা ১২২ নম্বর ওয়ার্ডের সিপিএম প্রার্থী মঞ্জু করের পাল্টা দাবি, মিথ্যে অভিযোগ, প্রচারের আলোয় থাকার চেষ্টা করছে বামেরা। সব মিলিয়ে, চড়ছে রাজনৈতিক তরজা।