কলকাতা: ভবানীপুরে নিজের রেকর্ড নিজেই ভাঙলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ভবানীপুরে  রেকর্ড ভোটে জয়ী মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরের বাম প্রার্থী শ্রীজীব বিশ্বাস (Srijib Biswas) হারের পর বলেন, "ভবানীপুরে বিজেপির ভোট কমেছে। বামেদের ভোট শতাংশের হিসাবে কমেনি। তৃণমূল সরকারে আছে, মুখ্যমন্ত্রী নিজে উপনির্বাচনে দাঁড়িয়েছেন, সেখানে মানুষ মুখ্যমন্ত্রীকে সমর্থন জানিয়েছেন। উপনির্বাচনে মানুষ বিরোধীদের ভোট দেন না, এটাই সাধারণত ট্রেন্ড।"


এদিকে ভবানীপুরে ছাপ্পা ভোট হয়েছে। হারের পর এমনই প্রতিক্রিয়া দিলেন বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়ালের। তিনি বলেন, "মানুষকে যদি ভোট দিতে দিত তাহলে কী ফলাফল হত সেটা আমরা, আপনারা সকলেই জানতেন।  ৮২ ওয়ার্ডের চিত্র যদি দেখা যায় তাহলে বোঝা যাবে যে পরিমাণে ওখানে ভোট পড়েছে তা পুরো ছাপ্পা ভোট। ফেক ভোটিং হয়েছে। আমি নিজেই তো ধরেছিলাম অনেককে সেখানে। সংবাদমাধ্যমের সামনেই সেই ছবি প্রকাশ্যে এসেছিল। আমি ১০১ শতাংশ নিশ্চিত ছাপ্পা ভোটের বিষয়ে। তবে সংগঠনেও বেশ কিছুটা দুর্বলতা রয়েছে। সেটা স্বীকার করছি। আরও অনেকটা কাজ করতে হবে।" 


রেকর্ড ভোটে জিতে ভবানীপুরের মানুষকে ধন্যবাদ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, কোনও ওয়ার্ডে এবার আমরা হারিনি। ভবানীপুরে প্রাপ্ত ভোটের নিরিখে দ্বিতীয় হয়েছেন বিজেপির প্রিয়ঙ্কা টিবরেওয়াল। তৃতীয় সিপিএমের শ্রীজীব বিশ্বাস। জয়ের পর সাংবাদিকদের মুখোমুখি হন মমতা। তিনি বলেন, ভবানীপুরের সব মা-ভাই-বোনেদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। কোনও ওয়ার্ডে এবার আমরা হারিনি। আগে যখন এখানে লড়েছি, এক-দুটো ওয়ার্ডে কম ভোট পেয়েছিলাম। ভবানীপুরে অবাঙালি ভোটাররাও শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছেন।


এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের পর তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, "আমি তো প্রথম থেকেই বলছি যে রেকর্ড মার্জিনে জয়যুক্ত হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরের নাগরিক, অধিবাসীবৃন্দরা বাংলার কাণ্ডারিকে ঐতিহাসিকভাবে জয়যুক্ত করেছেন, ভারতকাণ্ডারি করার জন্য। আমরা সকলের প্রতি কৃতজ্ঞ। তাঁদেরকে অভিনন্দন জানাচ্ছি।"