কলকাতা: এসএসকেএম হাসপাতালে মহিলা চিকিত্সকের শ্লীলতাহানির অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল। হাসপাতালের একই বিভাগের সহকর্মী ২ চিকিত্সকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এ নিয়ে অভ্যন্তরীণ তদন্ত কমিটির রিপোর্টও জমা পড়েছে হাসপাতালে। ঘটনাচক্রে আজই কয়েকজন চিকিত্সককে বদলির নির্দেশ জারি করেছে স্বাস্থ্য দফতর। জানা গিয়েছে, যাঁদের বদলি করা হয়েছে তাঁদের মধ্যে অভিযুক্ত ২ চিকিত্সকের নামও রয়েছে।
সরকারি হাসপাতালেই মহিলা চিকিত্সককে শ্লীলতাহানি ও হেনস্থার অভিযোগ ওঠে গত বুধবার। জানা যায়, অভিযুক্ত ২ জনও ওই একই বিভাগের চিকিত্সক। থানায় ও হাসপাতাল কর্তৃপক্ষের কাছে দায়ের হয়েছে অভিযোগ। চাঞ্চল্যকর এই অভিযোগ উঠেছে এসএসকেএম হাসপাতালে।
এ দিন ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের এক মহিলা চিকিত্সক অভিযোগ করেন, বিভাগেরই সহকর্মী দুই চিকিত্সক তাঁকে শ্লীলতাহানি ও হেনস্থা করেছেন। এসএসকেএমের অভিযোগকারী চিকিত্সক জানাচ্ছেন, ' এ নিয়ে গত ২৭ মে ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করেন ওই চিকিত্সক। অভিযোগ করেন হাসপাতাল কর্তৃপক্ষের কাছেও। মহিলা চিকিত্সকের দাবি, এরপর তাঁকে হুমকিও দেওয়া হয়।
অভিযোগকারী চিকিৎসক আরও জানিয়েছেন, ' কোভিড ওয়ার্ডে আমার কাজ করতে আপত্তি নেই। তবে আমাকে হেনস্থার মুখে পড়তে হয়েছে।' অন্যদিকে যোগাযোগ করা হলেও এ নিয়ে অভিযুক্ত ২ চিকিত্সক কোনও মন্তব্য করতে চাননি। ফোনে যোগাযোগ করা হলেও মন্তব্য করতে চাননি এসএসকেএম হাসপাতালের অধিকর্তা মণিময় বন্দ্যোপাধ্যায়ও। স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম জানিয়েছেন, বিষয়টির তদন্ত চলছে। শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে।
মহিলা চিকিত্সকের অভিযোগের ভিত্তিতে অভ্যন্তরীণ তদন্ত কমিটি তৈরি করা হয়েছে বলে খবর। পাশাপাশ এসএসকেএম সূত্রে খবর, কমিটির রিপোর্টে ২ চিকিত্সকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে। '
তবে এই ঘটনা নিয়ে নিয়ে বিতর্কের মধ্যেই বৃহস্পতিবার কয়েক জন চিকিত্সককে বদলি করেছে স্বাস্থ্য দফতর। আর তাঁদের মধ্যে অভিযুক্ত ২ চিকিত্সকের নামও রয়েছে। ওই অভিযুক্ত দুই চিকিত্সককে বদলি করা হয়েছে মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখান থেকেও দু’জন চিকিত্সককে আনা হয়েছে এসএসকেএম-এ।