সুমন ঘড়াই, কলকাতা: ভোটের আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আবাসনের ব্যবস্থা। সিদ্ধান্ত রাজ্য নগরোন্নয়ন দফতরের।
নিউটাউন এর অ্যাকশন এরিয়া-১,এরিয়া-২ ও এরিয়া-৩ তে মোট ৪০০টি প্লট এর জন্য বরাদ্দ করা হয়েছে।
সমবায় ভিত্তিতে বাড়ি বানানো যাবে এই প্লটে। ৯৯ বছরের লিজে দেওয়া হবে প্লট। মধ্যবিত্ত এবং উচ্চবিত্তদের দেওয়া হবে প্লট।
যারা এখানে আবেদন করতে পারবেন তাদের তিনটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে।
তিনটি ক্যাটাগরি হল যথাক্রমে 'HIG', 'MIG-।' ও 'MIG-।।' । HIG ক্যাটাগরির আবাসনের ক্ষেত্রে ১৯,৮৭,১৯৬ টাকা কাঠা প্রতি দামে প্রায় ৫.৯৮ কাঠা করে জমি বরাদ্দ করা হয়েছে।
১৬,৫৫,৯৯৭ টাকা প্রতি কাঠা দামে MIG-। ও MIG-।। ক্যাটাগরির আবাসনের জন্য যথাক্রমে ৪.০৩ কাঠা ও ৫.০১ কাঠা করে জমি বরাদ্দ করা হয়েছে।
রাজ্য সরকারি কর্মচারীরা তাঁদের ক্যাটাগরি অনুযায়ী, কো-অপারেটিভ তৈরি করে আবেদন করতে পারবেন। প্রতিটি কোঅপারেটিভে অন্তত পক্ষে ৮ জন সদস্য থাকতে হবে।
লটারির ভিত্তিতে জমি বণ্টন করা হবে।