কলকাতা: আগে রাস্তায় বাস নামান, তারপরে ভাড়া বৃদ্ধির প্রস্তাব বিবেচনা করা হবে। জোড়া বৈঠকের পর বাস মালিক সংগঠনের সঙ্গে বৈঠকে প্রস্তাব দিল রাজ্য সরকার।
এরপরও সংগঠনগুলি বাস নামাতে রাজি না হলে ভবিষ্যতে বেসরকারি বাস ভাড়া নিয়ে চালাতে পারে সরকার। আলোচনায় এমন ইঙ্গিতও দিলেন পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম।
কার্যত লকডাউনে দেড় মাস বন্ধ ছিল গণ পরিবহণ। ১ জুলাই থেকে পথে বাস নামানোর অনুমতি মিললেও, রাস্তায় তার দেখা মিলছে নিতান্তই কম। ফলে কাজে বেরিয়ে প্রবল ভোগান্তির মুখে পড়ছেন নিত্যযাত্রীরা।
অন্যদিকে, পেট্রোল, সেঞ্চুরি হাঁকানোর পর বেসরকারি বাস মালিকরাও বিপাকে। তাঁদের দাবি, ৫০ শতাংশ যাত্রী নিয়ে বাস চালিয়ে, খরচ কুলিয়ে উঠতে পারা যাচ্ছে না।
ফলে বেসরকারি বহু বাস এখনও রুটে নামেনি। এই সঙ্কটমুক্তির উপায় খুঁজতে সোমবার ময়দানের পরিবহণ দফতরের তাঁবুতে আলোচনায় বসেন মন্ত্রী ফিরহাদ হাকিম ও একটি বাস মালিক সংগঠন।
বৈঠকে সূত্রধরের ভূমিকায় ছিলেন বেঙ্গল বাস সিন্ডিকেটের সভাপতি তথা তৃণমূল বিধায়ক স্বর্ণকমল সাহা। বৈঠকের পর পরিবহণ মন্ত্রী বলেন, বাস চালানোর কথা বলা হয়েছে, না হলে সরকার ভাড়া নিয়ে বেসরকারি বাস চালাবে।
এর কয়েক ঘণ্টার মধ্যে ফের নবান্নে বেসরকারি বাস মালিক সংগঠনের সঙ্গে বৈঠক বসে রাজ্য। সরকারের তরফে বৈঠকে পৌরহিত্য করেন মুখ্যসচিব। সঙ্গে ছিলেন পরিবহণমন্ত্রী ও পুলিশও।
সেখানে বাস মালিকদের রাজ্যের তরফে জানিয়ে দেওয়া হয়, ‘আপাতত বাসের ভাড়া বাড়ানো যাবে না। তখন বাস মালিক সংগঠনের তরফে আয়ের উৎস নিয়ে প্রশ্ন করলে,রাজ্যের তরফে বলা হয় বিকল্প খুঁজে নিতে।
একইসঙ্গে অবশ্য রাজ্যের তরফে আশ্বাস দেওয়া হয়, আগামী কয়েকমাস রোড ট্যাক্স মকুব করা হবে। মুখ্যসচিব জানান, ‘অক্টোবর পর্যন্ত রোড ট্যাক্স মকুব করবে রাজ্য সরকার।’
সবমিলিয়ে বৈঠকের পর এবার বেসরকারি বাস সংগঠনগুলি পথে বাস নামায় কিনা, সেটাই এখন দেখার।