অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: কলকাতায় মেট্রো প্রকল্পগুলির কাজে গতি আনতে উদ্যোগ নিল রাজ্য। মেট্রোর নির্মাণকারী সংস্থাগুলির সঙ্গে বৈঠকে বসল পরিবহন দফতর। মেট্রোর নির্মাণকারী সংস্থাগুলিকে লক্ষ্যমাত্রার মধ্যেই কাজ শেষ করার পরামর্শের পাশাপাশি, সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছে রাজ্য সরকার।


ধীরে ধীরে লোকাল ট্রেনের মতোই মেট্রোও কলকাতার লাইফলাইন হয়ে উঠছে। কলকাতা শহরজুড়ে এই মুহূর্তে ৪টি মেট্রো প্রকল্পের কাজ চলছে। এক, এয়ারপোর্ট থেকে নিউগড়িয়া, দুই, নোয়াপাড়া থেকে এয়ারপোর্ট, তিন, জোকা থেকে বিবাদী বাগ এবং চার, সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান।


এই মেট্রো প্রকল্পগুলিতে গতি আনতে এবার উদ্যোগী হল রাজ্য সরকার। সোমবার মেট্রোর নির্মাণকারী সংস্থাগুলির সঙ্গে বৈঠকে বসে রাজ্য পরিবহন দফতর। বৈঠকে পরিবহন মন্ত্রী, পরিবহন সচিব, কলকাতার পুলিশ কমিশনার ও মেট্রোর নির্মাণকারী সংস্থা RVNL ও KMRCL-এর আধিকারিকরা উপস্থিত ছিলেন।পরিবহন দফতর সূত্রে খবর, মেট্রোর নির্মাণকারী সংস্থাগুলির কাছে রাজ্যের তরফে জানতে চাওয়া হয়, কোন প্রকল্প কবে শেষ করার লক্ষ্যমাত্রা রয়েছে? প্রকল্পগুলি রূপায়ণে কী কী সমস্যার সম্মুখীন হতে হচ্ছে?


আগামী বছর মার্চের মধ্যে শেষ হতে পারে জোকা থেকে তারতলার মধ্যে মেট্রোর কাজ। পরের বছর ডিসেম্বরে নোয়াপাড়া-এয়ারপোর্ট রুটে কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। পরিবহন দফতর সূত্রে খবর, মেট্রোর দুই নির্মাণকারী সংস্থা বৈঠকে জানিয়েছে, নোয়াপাড়া-এয়ারপোর্ট রুটের কাজ শেষ হওয়ার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে ২০২২-এর ডিসেম্বর। পরের বছর মার্চের মধ্যে জোকা থেকে তারতলার মধ্যে মেট্রোর কাজ শেষ হওয়ার কথা। ২০২২ সালের জুনের মধ্যে কাজ শেষ হতে পারে সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান রুটের। বৈঠকে রাজ্য সরকারের তরফে সমস্ত রকম সাহায্যের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।


এ বিষয়ে রাজ্যের পরিবহন সচিব রাজেশ সিন্হা বলেন, আমরা বলেছি সবকরমভাবে সাহায্য করবে। কাজ তার লক্ষ্যমাত্রার মধ্যে শেষ চেষ্টা হোক। কত তাড়াতাড়ির মেট্রো প্রকল্পগুলি শেষ হয়, সেদিকেই তাকিয়ে কলকাতা ও শহরতলিবাসী।