কলকাতা; আজ ভবানীভবনে যাচ্ছেন না শুভেন্দু অধিকারী। দিনভর টানা কর্মসূচি থাকার কারণেই সিআইডি-র দফতরে যাচ্ছেন না তিনি। সোমবার ইমেল মারফত এমনটাই জানিয়ে দিয়েছেন বিরোধী দলনেতা। অন্যদিকে সিআইডি সূত্রে খবর ফের শুভেন্দু অধিকারীকে নোটিস পাঠানো হবে।
প্রাক্তন নিরাপত্তারক্ষীর রহস্যমৃত্যুর তদন্তে আজ CID-র ডাকে ভবানী ভবনে যাচ্ছেন না শুভেন্দু অধিকারী। নিরাপত্তারক্ষী শুভব্রত চক্রবর্তীর রহস্যমৃত্যুর তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য আজ সকাল ১১টায় শুভেন্দু অধিকারীকে ডাকা হয় ভবানী ভবনে।
সূত্রের খবর, প্রাক্তন শুভেন্দু অধিকারীকে জিজ্ঞাসাবাদের জন্য সিআইডি একটি প্রশ্ন তালিকাও তৈরি করে রেখেছে। সকালেই ভবানী ভবনে পৌঁছে যান সিআইডি-র বিশেষ তদন্তকারী দলের সদস্যরা। তবে ১০টা নাগাদ ই-মেল পাঠিয়ে সিআইডি দফতরে যেতে পারছেন না বলে জানিয়ে দেন শুভেন্দু অধিকারী।
উল্লেখ্য গতকালই প্রাক্তন নিরাপত্তারক্ষীর রহস্যমৃত্যুর তদন্তে CID তলব নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শুভেন্দু অধিকারীর। পালিয়ে বেড়াচ্ছেন কেন? পাল্টা প্রশ্ন কুণাল ঘোষের। CID সূত্রের খবর, কাল শুভেন্দু অধিকারীর পর, মঙ্গলবার তাঁর গাড়ি চালক ও এক ঘনিষ্ঠকেও তলব করা হয়েছিল।
প্রাক্তন নিরাপত্তারক্ষী শুভব্রত চক্রবর্তীর রহস্যজনক মৃত্যুর মামলায়, সোমবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ভবানীভবনে তলব করে CID। রবিবার, তমলুকে ঘুরিয়ে এ’প্রসঙ্গে মুখ খোলেন বিরোধী দলনেতা।
সেখানে শুভেন্দু অধিকারী বলেন, 'আমাকে ডেলি ভয় দেখায়। প্রতিদিন ভয় দেখায়। ভয় পাওয়ার লোক আমি নই।কি করবেন, কোনও পিছুটান নেই, আমি অকৃতদার। কোনও পিছুটান নেই।'
এ প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেন, আইন সিআইডিকে তদন্ত করার অধিকার দিয়েছে, রিপোর্টটা কোথায় দেবে কোর্টে। কোর্ট দেখবে। এই প্রেক্ষিতেই মুকুল রায়ের দল বদলের প্রসঙ্গ টেনে, বিরোধী দলনেতাকে CID তলব নিয়ে রাজ্যের শাসকদলকে কটাক্ষ করেছেন বিজেপির রাজ্য সভাপতি।
বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কথায়, আমাদের পার্টিতে এলেই তার বিরুদ্ধে কেস হবে, সিআইডি ডাকবে, এফআইআর হবে, মুকুল বাবু যতদিন আমাদের পার্টিতে ছিলেন, খুব কেস হয়েছেন, যেদিন থেকে হাত মিলিয়ে নিলেন, আর হয়নি।
সূত্রের দাবি, সিআইডির আধিকারিকরা জানতে চান, শুভব্রত চক্রবর্তীর রহস্যমৃত্যুর পর কি কোনও লিখিত নথি পাওয়া গেছিল?লিখিত নথি থাকলে, তা কোথায়?প্রাক্তন নিরাপত্তারক্ষীর সঙ্গে শেষবার তাঁর কী কথা হয়েছিল?মৃতের স্ত্রীর অভিযোগ অনুযায়ী, কেন অ্যাম্বুল্যান্স পেতে দেরি হয়েছিল?প্রাক্তন নিরাপত্তারক্ষীর মৃত্যুর কথা প্রথম কার কাছ থেকে জানতে পারেন?
এরই মধ্যে আজ, সোমবার কলকাতা হাইকোর্টে শুভেন্দু অধিকারীর করা FIR খারিজের আবেদনের শুনানি রয়েছে। সে কথা বলে কি CID’র হাজির এড়াতে পারেন বিরোধী দলনেতা? প্রশ্ন রাজনৈতিক মহলে। যদিও, রবিবার সন্ধ্যে পর্যন্ত খবর, এই বিষয়ে ভবানীভবনে কোনও চিঠি বা ই-মেল না করলেও সোমবার সকালেই কাজ সেরেছেন শুভেন্দু অধিকারী।
CID সূত্রের খবর, প্রাক্তন নিরাপত্তারক্ষীর রহস্যমৃত্যুর তদন্তে মঙ্গলবার শুভেন্দু অধিকারীর
গাড়ি চালক শম্ভু মাইতি ও ঘনিষ্ঠ সঞ্জয় শুক্লাকে ভবানীভবনে তলব করেছে CID।