কলকাতা: সকাল থেকে ঘন কুয়াশা। ইএম বাইপাস-সহ কলকাতার (Kolkata) পূর্ব প্রান্তে কুয়াশার চাদর। তবে বেলা বাড়লে আকাশ পরিষ্কার হবে। এ দিকে, ধীরে ধীরে ঊর্ধ্বমুখী পারদ (Temperature)। গতকালের তুলনায় ২ ডিগ্রি বেড়ে আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, কাল উত্তরবঙ্গে বৃষ্টি। শুক্রবার বৃষ্টি হবে দক্ষিণবঙ্গেও।


গতকালই আবহাওয়ায় দফতর সূত্রে জানানো হয় যে, ফের বৃষ্টির সম্ভাবনা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, সপ্তাহের শেষের দিকে বৃষ্টি হতে পারে।  এরইমধ্যে শীতের আমেজ সত্ত্বেও ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রা।  তবে এখনও কলকাতায় তাপমাত্রা স্বাভাবিকের নীচে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, গতকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। 


এক ঝলকে অন্যান্য জেলার আবহাওয়া


দার্জিলিং: ছন্দে ফিরছে পাহাড়। মাঝে মাঝে রোদের দেখা মিলছে বটে, তবে বৃষ্টির দাপটই বেশি। পর্যটকরা ভিড় জমাচ্ছেন, তুষারপাত দেখার অভিজ্ঞতা হবে ভেবে। সম্প্রতি টাইগার হিল থেকে ঘুম, দাওয়াইপানি, লাভা, রিশপ সহ একাধিক জায়গায় তুষারপাত হয়েছে সম্প্রতি


পূর্ব মেদিনীপুর: দিঘায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম। আজ সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াস। পূর্বাভাস অনুযায়ী, দিঘায় আজ সকালে কুয়াশার পর সারা দিন আকাশ পরিষ্কার থাকবে। আগামীকাল দিঘায় সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াস। আগামীকালও সকালে কুয়াশা থাকতে পারে, পরে আকাশ মেঘমুক্ত থাকতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৭ ডিগ্রি সেলসিয়াস ও সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াস।  শুক্রবার দিঘায় আকাশ মূলত মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেইসঙ্গে হাল্কা বৃষ্টিও হতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ১৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াস। পরের দিন শনিবার আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে।  সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ১৬ডিগ্রি সেলসিয়াস। রবিবার প্রধানত আকাশ পরিষ্কার থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় দিঘায় আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৪ থেকে ৭৪ শতাংশ।