সৌভিক মজুমদার, কৃষ্ণেন্দু অধিকারী ও অনির্বাণ বিশ্বাস, কলকাতা: রাজ্যে শতাধিক পুরসভায় (Municipality) বকেয়া ভোট কবে হবে? তার দিন ঘোষণা কি আপনাদের সাংবিধানিক দায়িত্ব নয়? পুরভোট সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টে (Kolkata Highcourt) কড়া প্রশ্নের মুখে পড়তে হল রাজ্য সরকার (West Bengal Government) ও রাজ্য নির্বাচন কমিশনকে। আগামী সোমবার এই সংক্রান্ত হলফনামা জমা দিতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট (Kolkata Highcourt)। 


১৯ ডিসেম্বর কলকাতা পুরসভার (Kolkata Municipality Election) ভোট ঘোষণা হলেও, রাজ্যের শতাধিক পুরসভায় এখনও ভোট বাকি। তা নিয়েই এবার কলকাতা হাইকোর্টের (Kolkata Highcourt) কড়া প্রশ্নের মুখে রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশন। কলকাতার নির্বাচনের দিন ঘোষণা হয়েছে।


বাদবাকি পুরসভায় নির্বাচন হবে কবে? বকেয়া ভোটের দিন ঘোষণা কি আপনাদের সাংবিধানিক দায়িত্ব নয়? আগামী সোমবার হলফনামা দিয়ে জানান, কবে বাকি পুরসভায় (Municipality Election) ভোট। রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশনকে কড়া নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Kolkata Highcourt)।


বুধবার বিজেপির (BJP) করা পুরভোট সংক্রান্ত মামলায় প্রধান বিচারপতি প্রশ্নের মুখে রাজ্য নির্বাচন কমিশন (Sate Election Commission) জানায়, রাজ্যের সঙ্গে আলোচনার ভিত্তিতে ভোটের দিন ঠিক করা হয়। এদিন কমিশনের কাছে প্রধান বিচারপতি জানতে চান, আগে রাজ্যের তরফে জানানো হয়েছিল, কলকাতা (Kolkata) ও হাওড়ার (Howrah) পরে বাকি পুরসভায় ভোট করানো হবে। এই বক্তব্যের পিছনে কী যুক্তি আছে?


স্বচ্ছতার সঙ্গে ভোট করানো আপনাদের দায়িত্ব। অভিযোগ উঠলে, আপনাদেরই জানাতে হবে ভোটের পরিকল্পনা। প্রধান বিচারপতি বলেন, আপনারা জানিয়েছেন, পুরভোটের জন্য ৩০ হাজার ১৭৩টি ইভিএম প্রয়োজন। আপনাদের হাতে আছে ২১ হাজার ২২৯টি ইভিএম। সেক্ষেত্রে আপনারা তো ২ দফায় ভোট করাতে পারেন। করাচ্ছেন না কেন?


কমিশনের আইনজীবী জয়ন্ত মিত্র বলেন, তাদের হাতে এই মুহূর্তে কার্যকরী ইভিএমের আছে ১৫ হাজার ৬৮৭টি। প্রধান বিচারপতি ফের বলেন, সেক্ষেত্রেও আপনাদের হাতে অর্ধেকের বেশি ইভিএম আছে। ২ দফায় ভোট করানো যেতেই পারে তখন রাজ্য সরকারের তরফে অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় বলেন, এপ্রিল পর্যন্ত ভোট করানোর সময়সীমা রয়েছে আমাদের হাতে। বিভিন্ন পরীক্ষার কথা মাথায় রেখে ভোট করাতে হবে। বিধানসভা ভোটের পর করোনার পজিটিভিটি রেট বেড়ে ৯.৪৬% হয়েছিল। আমরা তার পুনরাবৃত্তি চাই না।



এরপরই আদালত নির্দেশ দেয়, বাকি পুরসভায় ভোট কবে হবে, তা সোমবারের মধ্যে হলফনামা জমা দিয়ে জানাতে হবে রাজ্য ও নির্বাচন কমিশনকে। পরিসংখ্যান বলছে, রাজ্যের মোট পুরসভা ১২৮টি। এর মধ্যে ৬টি পুরনিগম এবং নোটিফায়েড অঞ্চল ১টি। ১২৮টি পুরসভার মধ্যে ১১২টিরই মেয়াদ ফুরিয়ে গেছে। 


নতুন পুরসভা হয়েছে ময়নাগুড়ি, ফালাকাটা ও বালি হাওড়া-সহ ১৭টি পুরসভার মেয়াদ তো সেই বছর তিনেক আগে অর্থাৎ ২০১৮ সালেই শেষ হয়ে গেছে। ২০১৯ ও ২০ সালে কলকাতা, বিধাননগর, চন্দননগর, আসানসোল, শিলিগুড়ি-সহ ৯৫টি পুরসভার মেয়াদ শেষ হয়েছে।


বকেয়া শতাধিক পুরসভায় ভোট কবে - তা কি জানা যাবে আগামী সোমবার?