কলকাতা: ভবানীপুরে উপনির্বাচন ও ২ বিধানসভা কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা তৃণমূলের। ৩০ সেপ্টেম্বর ভবানীপুরে উপনির্বাচন, তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী জাকির হোসেন। সামশেরগঞ্জে তৃণমূল প্রার্থী আমিরুল ইসলাম।


ভবানীপুরে গাড়ি থামিয়ে তৃণমূল (TMC) কর্মীদের উৎসাহ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ৩০ সেপ্টেম্বর ভবানীপুর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন ঘোষণা করেছে নির্বাচন কমিশন (Election Commission)। ভবানীপুরে প্রচার তুঙ্গে। আজ গাড়ির মধ্যে বসেই কর্মীদের উৎসাহ দেন তৃণমূল নেত্রী, কথা বলেন কর্মীদের সঙ্গেও।


অন্যদিকে সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। রবিবারই দিল্লি গেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তৃণমূল সূত্রের খবর, আগামীকাল দিল্লিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসে যাবেন তিনি। সোমবার কয়লা পাচারকাণ্ডে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের মুখোমুখি হতে দিল্লি গেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আগে কয়লাকাণ্ডে ইডির সক্রিয়তা নিয়ে বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগে সরব হন তিনি। 


এদিন দিল্লি যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বলেন, "আমার বিরুদ্ধে যদি কোনও প্রমাণ কোনও কেন্দ্রীয় সংস্থা জনসমক্ষে আনতে পারে তাহলে আমার বিরুদ্ধে ইডি-সিবিআই লাগানোর দরকার নেই। কলকাতার কেসে দিল্লিতে ডেকে পাঠিয়েছে। যে কোনও তদন্তের মুখোমুখি হতে প্রস্তুত। কিন্তু যাদেরকে টাকা নিতে দেখা গেল, তাদের ক্ষেত্রে কী ইডি-সিবিআইয়ের চোখে ছানি পড়ে। শুধুই রাজনৈতিক প্রতিহিংসা।" কয়লা কেলেঙ্কারির তদন্তে এ নিয়ে দ্বিতীয়বার অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রী রুজিরাকে তলব করে ইডি। ৬ সেপ্টেম্বর হাজিরা দেওয়ার কথা রয়েছে তাঁদের। দু’জনকেই তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত বিস্তারিত নথি আনতে বলা হয়েছে।  এর আগেও রুজিরাকে এই মামলায় জিজ্ঞাসাবাদ করেছে ইডি। কয়লাকাণ্ডের তদন্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য ৮ সদস্যের দল গঠন করে সিবিআই।