কলকাতা: প্রার্থীরা বিচারাধীন তাই এখনই পুরভোট করতে রাজি নয় রাজ্য কমিশন (state election commission)। এদিন হাইকোর্টে (kolkata Highcourt) এমনটাই জানিয়েছেন রাজ্য নির্বাচন কমিশনের (state election commission) আইনজীবী। আর এরপরেই পুরভোট (Municipality Vote) নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। এদিন কমিশনের তরফে আইনজীবী বলেন, ‘মামলা বিচারাধীন, এখনই পুরভোটের বিজ্ঞপ্তি নয়’। পুরভোট (Municipality Election)  নিয়ে বক্তব্য জানিয়ে হলফনামা জমা দিতে নির্দেশ দিয়ে হাইকোর্ট kolkata Highcourt) জানিয়েছে, পুরভোট নিয়ে বক্তব্য জানিয়ে  ২৪ তারিখের মধ্যে রাজ্য ও কমিশন হলফনামা জমা দিক। 


পরবর্তী শুনানি ২৪ নভেম্বর। উল্লেখ্য, কলকাতা(Kolkata)-হাওড়ায়(Howrah) আগামী ১৯ ডিসেম্বর ভোট করানোর পক্ষপাতী রাজ্য। সব পুরসভার একসঙ্গে ভোট করানোয় আপত্তি জানিয়ে মামলা করেছে বিজেপি। সেই মামলার শুনানিতে নির্দেশ প্রধান বিচারপতির বেঞ্চের।


নভেম্বরের শুরুতেই পুরভোটের দিনক্ষণ নিয়ে রাজ্যের প্রস্তাবে সম্মতি দেয় রাজ্য নির্বাচন  কমিশন। আগামী ১৯ ডিসেম্বর কলকাতা-হাওড়ায় পুরভোটে কমিশন সম্মতি দিয়েছে বলে জানা যায়। রাজ্যের প্রস্তাব মতোই ১৯ ডিসেম্বর কলকাতা-হাওড়ায় পুরভোট আয়োজনের ব্যাপারে সম্মতিপত্র পাঠানো হয় পুর ও নগরোন্নয়ন দফতরে। 


গত আসন্ন পুরভোটের রূপরেখা ঠিক করতে ১২ নভেম্বর বৈঠক করলেন রাজ্য নির্বাচন কমিশনার। বৈঠকে ছিলেন মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, ডিজিপি-সহ পুলিশ-প্রশাসনের একাধিক শীর্ষ কর্তা। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, নিরাপত্তা ব্যবস্থা, কোভিড বিধি মেনে কীভাবে ভোটগ্রহণ-সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।


উল্লেখ্য, নারদ মামলায় আজ অন্তর্বর্তী জামিন নিলেন ফিরহাদ হাকিম, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়। আজ সকালে নগর দায়রা আদালতের স্পেশাল ইডি কোর্টে হাজিরা দেন তাঁরা। অন্তর্বর্তী জামিনের আবেদন করেন। সেই আবেদন মঞ্জুর হয়েছে। আগামী ২৮ জানুয়ারি ফের এই মামলায় তিন হেভিওয়েটকে আদালতে হাজিরা দিতে হবে। এই মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট বা ইডি যে চার্জশিট পেশ করেছে তাতে এই তিনজনের নাম ছাড়াও সুব্রত মুখোপাধ্যায় ও এসএমএইচ মির্জার নাম রয়েছে।  এরমধ্যে সম্প্রতি প্রয়াত হয়েছেন সুব্রত মুখোপাধ্যায়। মির্জা আগেই অন্তর্বর্তী জামিন নিয়েছেন।