কলকাতা : এবার SSC-তে শিক্ষক নিয়োগ নিয়ে বড় ঘোষণা করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আগামী ২ মাসে ১৫ হাজার এসএসসি শিক্ষক নিয়োগ (Teacher Recruitment)হবে রাজ্যে। আদালতের জট কাটিয়ে এই নিয়োগ করবে রাজ্য। বিধানসভায় জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। তিনি জানান, ২০২১ সালে প্রাথমিকে ৩৪ হাজার শিক্ষক নিয়োগ হয়েছে। এসএসসি নিয়োগ নিয়ে নানারকম মামলা চলছে আদালতে। তবে আগামী ২ মাসের মধ্যে সেই সব জট কাটিয়ে নিয়োগের আশ্বাস ব্রাত্যের।
এছাড়া বিধানসভায় এক বিজেপি বিধায়কের প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী বলেন, ‘জাতীয় শিক্ষানীতি নিয়ে অনেকাংশে মতভেদ আছে, এ নিয়ে কেন্দ্রের একতরফা ফতোয়া মানবে না রাজ্য’ ।
এখন শিক্ষামন্ত্রীর আশ্বাসের দিকে তাকিয়ে হাজার হাজার চাকরীপ্রার্থী। এই নিয়োগ নিয়ে একদিকে যেমন একাধিক মামলা হয়েছে, তেমনই চলেছে লাগাতার আন্দোলন।
আরও পড়ুন:
রাজ্যে ডেটা এন্ট্রি অপারেটরের পদ খালি, জেনে নিন আবেদনের যোগ্যতা
চলতি বছরের অগাস্টে কমিশনের পক্ষ থেকে জানানো হয়, স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরে আন্দোলনকারীদের, আবেদনের ভিত্তিতে এবং আইন মেনে নিয়োগ করা হবে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বৈঠকের পর জানিয়ে দেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান।
এই বছরই সল্টলেকের সেন্ট্রাল পার্কে ১৮৭ দিন ধরে আন্দোলন করেছিলেন SSC-র চাকরিপ্রার্থীরা। সে-সময় প্রশাসনের বিরুদ্ধে তাঁদের মঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগ ওঠে। হয় পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও। আন্দোলনকারীদের দাবি ছিল, SSC-র মেধাতালিকায় নাম থাকা সত্ত্বেও, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকস্তরে শিক্ষক নিয়োগ থেকে বঞ্চিত রাখা হয়েছে প্রায় ২ হাজার চাকরিপ্রার্থীকে। তাঁদের অভিযোগ ছিল, অতীতে সরকার নিয়োগের প্রতিশ্রুতি দিলও, তা পূরণ হয়নি।
গত অগাস্টে বিকাশ ভবনে SSC-র চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রী। সেই বৈঠকে সিদ্ধান্ত হয়, নিয়োগ না হওয়ায়, যাঁরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন, তাঁদের অভিযোগ খতিয়ে দেখা হবে। এরপর আইন মেনে যোগ্য প্রার্থীদের নিয়োগের ব্যবস্থা করবে স্কুল সার্ভিস কমিশন।