মুর্শিদাবাদ: ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় রেকর্ড ভোটে জয় পেয়েছেন। তৃণমূল বিজয়রথ অব্যাহত জঙ্গিপুরেও। সেখানেও রেকর্ড ভোটে জয় তৃণমূলের। ৯২ হাজার ৬১৩ ভোটে জিতলেন তৃণমূল প্রার্থী জাকির হোসেন। সামশেরগঞ্জেও জয়ী তৃণমূল প্রার্থী আমিরুল ইসলাম। ২৬ হাজার ১১১ ভোটে জয়ী আমিরুল ইসলাম।
ভবানীপুর-সহ ৩ কেন্দ্রের ভোটের ফলের ট্রেন্ড আসার সঙ্গে সঙ্গে বিভিন্ন জেলায় শুরু হয়ে যায় উৎসব। নন্দীগ্রাম ১ নম্বর ব্লকে তৃণমূল অফিসেই পালন করা হয় বিজয়োত্সব। হয় আবীর খেলা। পোড়ানো হয় আতসবাজি। বিলি করা হয় মিষ্টি। পশ্চিম মেদিনীপুরের গড়বেতাতেও তৃণমূল কর্মী, সমর্থকদের বিজয়োল্লাস। ভবানীপুর উপনির্বাচনের ফলাফলে রেকর্ড গড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ৫৮ হাজারের বেশি ভোটে জয়ী হয়েছেন তৃণমূল নেত্রী। জয়ের হ্যাটট্রিক করেছেন তিনি। তবে শুধু ভবানীপুর নয় সামশেরগঞ্জ ও জঙ্গিপুরেও বিপুল ভোটে জিতছেন তৃণমূল প্রার্থীরা। তাই ভিকট্রি সাইন নয়, তিন আঙুল দেখিয়ে সেলিব্রেশন মমতার। গুঁইয়াদহ গ্রামে সবুজ আবীর মেখে, ডিজে বক্স বাজিয়ে হয় নাচ। পিংলায় বিজয় মিছিল করেন তৃণমূলকর্মীরা। মালদার ইংরেজবাজার শহরের পোস্ট অফিস মোড়ে তৃণমূল কর্মী,সমর্থকদের উল্লাস। ঢাক বাজিয়ে নাচ।
ভোটের ট্রেন্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের আভাস পাওয়ার পরই, সকালে কালীঘাটে শুরু হয়ে যায় আবীর খেলা। নাচে...গানে...খেলা হবে স্লোগান চারিদিকে। এমনই ছিল পরিবেশ। শাঁখ বাজিয়ে, জয়ের সেলিব্রেশন করেন তৃণমূলের কর্মী-সমর্থকরা। যদুবাবুর বাজারে দলীয় কর্মীদের নিয়ে উচ্ছ্বাসে মাতেন মদন মিত্র! তৃণমূল নেতা ও কামারহাটির বিধায়ক মদন মিত্র বলেন, 'ভবানীপুর টু কামারহাটি, ওয়েস্ট বেঙ্গল টু দেশের মাটি, লক্ষ এবার দিল্লির মাটি। মমতা যাবে, মোদির নাক কেটে দিয়ে যাবে।'
এদিকে দুর্গাপুজোর পর, রাজ্যের ৪ আসনে হতে চলেছে উপনির্বাচন। ৩০ অক্টোবর দিনহাটা, শান্তিপুর, খড়দা ও গোসাবায় হবে ভোট। ২ নভেম্বর ভোট গণনা। গত সপ্তাহে রাজ্যের বাকি বিধানসভা কেন্দ্রগুলিতেও উপ নির্বাচনের দিন ঘোষণা করে নির্বাচন কমিশন। উৎসবের মরশুমেই ৪টি কেন্দ্রে উপ নির্বাচন হবে।
আরও পড়ুন: ভবানীপুরে ছাপ্পা ভোট হয়েছে, হারের পর প্রতিক্রিয়া প্রিয়ঙ্কার