সুমন ঘড়াই, কলকাতা: ৩১ জুলাই থেকে ৫০ শতাংশ দর্শক নিয়ে খুলবে সিনেমা হল। নির্দেশিকা দিয়ে জানিয়েছে রাজ্য সরকার। বলা হয়েছে, সর্বাধিক ৫০ শতাংশ দর্শক এবং যাবতীয় করোনাবিধি মেনে খোলা যাবে সিনেমা হল।


রাজ্যে ফের ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ। এরই মধ্যে থার্ড ওয়েভ নিয়ে বারবার সতর্ক করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।  এই প্রেক্ষাপটে সংক্রমণে রাশ টানতে রাজ্যে কোভিড সংক্রান্ত  নিয়ন্ত্রণবিধির মেয়াদ বাড়ানো হল ১৫ অগাস্ট পর্যন্ত।


বৃহস্পতিবার মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে, ৩১ জুলাই থেকে নতুন নিয়ম কার্যকর হবে। বর্তমানে জারি থাকা বিধিনিষেধ ৩০ জুলাই অবধি রয়েছে। 


এদিকে, লোকাল ট্রেন চালু করার নিয়ে, নির্দেশিকায় আলাদা করে কোনও উল্লখ নেই। ফলে ১৫ অগাস্ট পর্যন্ত স্বাভাবিক হচ্ছে না লোকাল ট্রেন চলাচল।চলবে শুধুমাত্র স্টাফ স্পেশাল। 


এদিনের রাজ্য সরকারের নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, ৫০ শতাংশ উপস্থিতি নিয়ে হলের মধ্যে সরকারি কর্মসূচি পালন করা যাবে। বাজার-হাট খোলা-বন্ধের ক্ষেত্রে বজায় থাকবে আগের নিয়ম। আপাতত বন্ধই থাকছে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়। 


এদিকে, রাতের বিধিনিষেধেও বজায় থাকছে কড়াকড়ি। রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত চলাফেরায় যে কড়াকড়ি ছিল, তা বহাল থাকবে। পাশাপাশি, কোভিডবিধি পালন করা হচ্ছে কি না সে ব্যাপারেও কড়াকড়ি করার নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসন ও পুলিশ কমিশনারেটগুলিকে। নির্দেশ অমান্যকারীর বিরুদ্ধে বিপর্যয় মোকাবিলা আইনে পদক্ষেপ করা হবে বলে জানানো হয়েছে নির্দেশিকায়। 


তবে এর মধ্যে স্বস্তির খবর একটাই। তা হল, রাজ্যে কমল দৈনিক সংক্রমণ। রাজ্য স্বাস্থ্য দফতরের বৃহস্পতিবারের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে মারণ ভাইরাসের কবলে পড়েছেন ৭৬৬ জন। গত ২৪ ঘণ্টাতে বাংলায় মৃত্যু হয়েছে ১৪ জনের। একদিনে রাজ্যে করোনামুক্ত হয়েছেন ৮২২ জন। 


এদিনের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, সুস্থতার হার ৯৮.০৭ শতাংশ। দৈনিক সংক্রমণে শীর্ষে উত্তর ২৪ পরগনা। একদিনে আক্রান্ত ১০৬ জন। দৈনিক মৃত্যুতে শীর্ষে উত্তর ২৪ পরগনা এবং জলপাইগুড়ি। দুই জেলাতে একদিনে মৃত্যু হয়েছে ৪ জনের। আক্রান্তে সংখ্যার নিরিখে দ্বিতীয় দার্জিলিং এবং তৃতীয় কলকাতা। দুই জেলায় দৈনিক আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৬৯ এবং ৬৪। এই মুহূর্তে রাজ্যে সক্রিয় করোনা রোগী ১১ হাজার ৩০০ জন। একদিন ৭০ জন কমেছে সক্রিয় করোনা রোগীর সংখ্যা। 


রাজ্যে এখন মোট আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ২৬ হাজার ৫৩৯। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনামুক্ত হয়েছেন ১৪ লক্ষ ৯৭ হাজার ১১৬ জন। রাজ্যে করোনার জেরে মোট মৃত্যু হয়েছে ১৮ হাজার ১২৩ জনের।  রাজ্য স্বাস্থ্য দফতরের এদিনের বুলেটিন অনুযায়ী, এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ১ কোটি ৫৬ লক্ষ ৪৫ হাজার ৫০৬। ১২৯ টি ল্যাবরেটরিতে এই পরীক্ষা হচ্ছে রাজ্য জুড়ে। এদিন পরীক্ষা হয়েছে ৪৫, ৯৩৬ জনের। পজিটিভিটি রেট ১.৬৭ শতাংশ।