কলকাতা: বুধবারই দেখা করতে চেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee)  চিঠি রাজ্যপাল জগদীপ ধনকড়ের (Jagdeep Dhankhar)। হাইকোর্টের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ রাজ্যপালের। তাঁর বক্তব্য, "কলকাতা হাইকোর্টে (calcutta High Court) অভূতপূর্ব উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যে ভাবে আদালতের কাজে বাধা দেওয়া হচ্ছে তা গণতন্ত্রকে হত্যার ইঙ্গিত। রাজ্যে মহিলাদের উপর জঘন্যতম অপরাধ সংগঠিত হচ্ছে। আইনশৃঙ্খলার ক্রমাগত অবনতি হচ্ছে রাজ্যে।" এর পাশাপাশি, এ দিন রাজ্যপালের তলবে রাজভবনে যান রাজ্যের মুখ্যসচিব এবং রাজ্য পুলিশের ডিজি। 


আজই দেখা করতে হবে, মমতাকে চিঠি ধনকড়ের


মমতার উদ্দেশে লেখা চিঠিতে রাজ্যের পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক বলে মন্তব্য করেন ধনকড়। সেই নিয়ে সরাসরি মমতার সঙ্গে কথা বলার আগ্রহ প্রকাশ করেন তিনি। তবে এ নিয়ে রাজ্যপালকে কটাক্ষ করেছেন তৃণমূলের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন, "রাজ্যপাল এবং বিজেপি নেতাদের মধ্যে প্রতিযোগিতা চলছে। রাজ্যপাল বিজেপি নেতার ভূমিকা পালন করতে যাচ্ছেন। এক বার এঁরা নামেন তো, অন্য বার ওঁরা নামেন। রাজ্যপাল তাঁর দায়িত্ব পালন করুন, মুখ্যমন্ত্রী নিজের দায়িত্ব পালন করবেন।"


WB Guv has urged CM Mamata Banerjee for interaction during the day in view of disturbing and unprecedented worrisome scenario in the precincts of High Court at Calcutta as also the recent spate of heinous crime against women and continual deteriorating law & order in the State. pic.twitter.com/e1hKfMcVg4



উল্লেখ্য, একের পর এক মামলায় সিবিআই তদন্তের জেরে হাইকোর্টের অন্দরেই প্রশ্ন উঠছিল গত কয়েক দিন ধরে। সম্প্রতি একটি মামলার শুনানিতে  সেই নিয়ে হালকা রসিকতার খবরও সামনে আসে। জানা যায়, এসএসসি দুর্নীতি মামলার শুনানি চলাকালীন বিচারপতির উদ্দেশে প্রাক্তন এসসি কর্তা শান্তিপ্রসাদ সিনহার আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য বলেন, ''সবাই চাইছে সব মামলা আপনার এজলাসে হোক।'' এর প্রত্যুত্তরে হালকা হেসে বিচারপতি বলেন, ''আমি তো শুনলাম, আমার ছবি নিয়ে লোকে জিজ্ঞাসা করছে, এই জজ কোথায় বসেন।''


উত্তেজনার পরিবেশ কলকাতা হাইকোর্টে


কিন্তু মঙ্গলবার রাতে আচমকাই উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়। সম্প্রতি একের পর এক মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বয়কটের দাবিতে সরব বার অ্যাসোসিয়েশন দ্বিধা বিভক্ত অবস্থান সামনে আসে। তাতে দু'পক্ষের মধ্যে হাতাহাতিও বেধে যায়। বুধবার সকালেও উত্তেজনার পরিবেশ বজায় ছিল। এ দিন সকাল ১০টা থেকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসের বাইরে জটলা করে দাঁড়িয়েছিলেন একদল আইনজীবী। অভিযোগ, বিক্ষোভকারীদের মধ্যে ছিলেন তৃণমূলের আইনজীবী সেলের একাংশ। সেই সময় এজলাসে ঢোকার চেষ্টা করেন বর্ষীয়ান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য, বার অ্যাসোসিয়েশনের সহ সভাপতি, আইনজীবী কল্লোল মণ্ডল, অ্যাসিস্ট্যান্ট সলিসিটর জেনারেল বিল্বদল ভট্টাচার্য-সহ কয়েকজন আইনজীবী। অভিযোগ, তাঁদের বাধা দেন বিক্ষোভকারী আইনজীবীরা। যদিও,বিক্ষোভকারীদের পাল্টা দাবি, ওই আইনজীবীরা এজলাসে ঢোকার সময়, তাঁদের ধাক্কা দেন। সেই নিয়ে ১৭ নম্বর এজলাসের বাইরে তুমুল হই-হট্টগোল শুরু হয়। 


আরও পড়ুন: Calcutta High Court: ধাক্কাধাক্কি, বাকবিতণ্ডা, এজলাস বয়কটের ডাক আইনজীবীদের, তুমুল উত্তেজনা হাইকোর্টে