সঞ্চয়ন মিত্র,কলকাতা: কলকাতায় পারদ ফের ঊর্ধ্বমুখী। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, দু’এক দিনের মধ্যে হাল্কা বৃষ্টি হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। বাংলাদেশ ও সংলগ্ন অঞ্চলের ওপর অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত।


বসন্ত এসে গেছে। কিন্তু এখনও খামখেয়ালি পারদ। ২৪ ঘণ্টার ব্যবধানে আবার বাড়ল তাপমাত্রা। 


আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি সেলসিয়াস বেশি। 


বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.১ ডিগ্রি সেলসিয়াস।  আবহবিদরা জানিয়েছেন, জেলায় জেলায় এবার ক্রমেই বাড়বে তাপমাত্রা। 


আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, এক-দুদিনের মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে হাল্কা বৃষ্টি হতে পারে। কারণ হিসেবে আবহবিদদের ব্যাখ্যা, বাংলাদেশ ও সংলগ্ন অঞ্চলের ওপর অবস্থান করছে ঘূর্ণাবর্ত।  তার জেরে পুবালি হাওয়া জলীয় বাষ্প নিয়ে ঢুকছে রাজ্যে।