সঞ্চয়ন মিত্র, কলকাতা: ভোটমুখী বঙ্গে রাজনৈতিক উত্তাপের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে গরম। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রার পারদ ৩৭-৩৮ ডিগ্রি ছুঁয়েছে। কলকাতাতেও সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দিনে পারদ আরও চড়বে। 


ভোটের গরমে টগবগ করে ফুটছে বাংলা। প্রচারে, রোড শো, সভায় রাজনীতির উত্তাপে উত্তপ্ত কলকাতা থেকে শিলিগুড়ি। পাল্লা দিয়ে চড়চড় করে বাড়ছে তাপমাত্রা। ফাল্গুনের শেষেই আগুন ঝরাচ্ছে প্রকৃতি।  


আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রার পারদ ইতিমধ্যেই ৩৭ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। কলকাতাতেও সর্বোচ্চ তাপমাত্রার পারদ ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করছে।  


কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২২.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। তবে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও বাড়বে।  তবে এখনই রাজ্যে তাপ প্রবাহের সম্ভাবনা নেই।  


সকালের দিকে অবশ্য গরম অতটা থাকছে না। বেলা বাড়লে গরম জানান দিচ্ছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গে শুষ্ক ও গরম আবহাওয়ার কারণ পূবালি হাওয়ায় বঙ্গোপসাগর থেকে ঢুকছে জলীয় বাষ্প। এর ফলে সকালের দিকে সামান্য কুয়াশা ও মনোরম আবহাওয়া বেশ কিছু জেলায়। বেলা বাড়লেই শুষ্ক আবহাওয়ার সঙ্গে গরম টের পাওয়া যাচ্ছে। তবে উত্তরবঙ্গের কিছু জেলায়  হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।