মনোজ বন্দ্যোপাধ্য়ায়, পশ্চিম বর্ধমান:  BJP-র 'গ্রাম চলো' অভিযানে হামলা। বিজেপির পঞ্চায়েত সদস্যা ও তাঁর স্বামীকে ব্যাপক মারধরের অভিযোগ দুর্গাপুরের লাউদোহায়। চোখে গুরুতর আঘাত নিয়ে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি বিজেপি পঞ্চায়েত সদস্যার স্বামী। ভিত্তিহীন অভিযোগ দাবি তৃণমূল নেতৃত্বের।


বিজেপির 'গ্রাম চলো' অভিযানকে ঘিরে অশান্তির সূত্রপাত। বিজেপির পঞ্চায়েত সদস্যার স্বামীকে বেধড়ক মারধরের অভিযোগ, গুরুতর আঘাত বা চোখে র নিচে।  জখম ঐ বিজেপি কর্মীকে নিয়ে আসা হল দুর্গাপুর মহকুমা হাসপাতালে। দুর্গাপুরের লাউদোহা ফরিদপুর থানার অন্তর্গত গৌরবাজার পঞ্চায়েতের শ্রীকৃষ্ণপুর এলাকার এই ঘটনায় এখন অভিযোগের তির শাসকদলের দিকে, পাল্টা ভিত্তিহীন অভিযোগ  দাবি তৃণমূল নেতৃত্বের।


ঘটনার সূত্রপাত গতকাল। পান্ডবেশ্বরের প্রাক্তন বিধায়ক বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারির নেতৃত্বে এই শ্রীকৃষ্ণপুর গ্রামে গ্রাম চল অভিযানের অঙ্গ হিসেবে বিজেপির একটি কর্মসূচি ছিল। যেখানে দুস্থদের বস্ত্র ত্রিপল বিতরণের পাশাপাশি মেধাবী কৃতি ছাত্র ছাত্রীদের সম্বর্ধনা কর্মসূচি ছিল। অভিযোগ আচমকা বাইকে চেপে বেশ কয়েকজন সশস্ত্র দুষ্কৃতী এই কর্মসূচি বানচাল করার জন্য তাণ্ডব শুরু করে এরপর প্রোগ্রাম শেষ হতেই স্থানীয় বিজেপি পঞ্চায়েত সদস্যা জিতা লাহার স্বামীকে ঘিরে ধরে ব্যাপক মারধর শুরু করে। লোহার রড দিয়ে জিতা লাহার স্বামী বিকাশ লাহাকে বা চোখে আঘাত করা হয় বলে অভিযোগ।


রক্তাক্ত অবস্থায় প্রথম লাউদোহা ব্লক স্বাস্থ্য কেন্দ্র পরে দুর্গাপুর মহকুমা হাসপাতালে আজ সকালে নিয়ে আসা হয়। চোখের আঘাত গুরুতর বলে জানা গেছে। এই ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে দুর্গাপুরের লাউদোহা থানার শ্রীকৃষ্ণপুর গ্রাম এলাকায়, পুলিশ এসে শান্ত করে পরিস্তিতি। অভিযোগ এর আগেও বেশ কয়েকবার বিকাশ লাহা ও তার স্ত্রীকে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার জন্য চাপ দিয়েছিল শাসক দলের লোকজন।


আরও পড়ুন, সিবিআই তলব, CGO কমপ্লেক্সে ডিসি ডিডি স্পেশাল


গত লোকসভা নির্বাচনে এই চাপ আরও বেড়েছিল, কিন্তু বিজেপি ছেড়ে তৃণমূলে যেতে নারাজ ছিল এই পরিবার, আর প্রতিবাদী হতেই পুরনো রাগ থেকেই এই আক্রমণ বলে অভিযোগ বিজেপির পঞ্চায়েত সদস্যর স্বামী বিকাশ লাহার।লাউদোহা থানায় বিজেপির পঞ্চায়েত সদস্যা জিতা লাহা লিখিত অভিযোগ দায়ের করেছেন। যদিও বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে পাল্টা সন্ত্রাসের অভিযোগ করেছে জেলা তৃণমূল নেতৃত্ব,দলের জেলা সাধারণ সম্পাদক সুজিত মুখোপাধ্যায়ের অভিযোগ, বিজেপির অস্তিত্ব এখন সংকটে তাই ভুলভাল বকছে। গোটা ঘটনার জেরে টানটান উত্তেজনা দুর্গাপুরের লাউদোহা এলাকার শ্রীকৃষ্ণপুর এলাকায়। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।