কলকাতা: ‘নারীদের অধিকার রক্ষা আমাদের প্রথম দায়িত্ব। মহিলাদের অসম্মান মানব না।’ আন্তর্জাতিক নারী দিবসে এই বার্তাই দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 


এদিন আন্তর্জাতিক নারী দিবসে কলকাতায় প্রচার শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। কলেজ স্ট্রিট থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করেন। দুপুর পৌনে ৩টেয় মিছিল শুরু করে ডোরিনা ক্রসিং পৌঁছন সাড়ে তিনটে নাগাদ। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মিছিলে হাঁটেন তারকারাও। এরপর ধর্মতলায় জনসভায় বক্তব্য রাখেন তৃণমূলনেত্রী।


গতকাল প্রধানমন্ত্রী ব্রিগেড থেকে রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে সংশয় প্রকাশ করেন। এদিন মমতা বলেন, ‘মেয়েরাই দেশ গড়েছে, বিশ্ব গড়েছে। প্রধানমন্ত্রীর চেয়ারকে সম্মান করি। কিন্তু প্রধানমন্ত্রী এত মিথ্যে বলেন, সেটা আজব বিষয়।’


 



 


তৃণমূলনেত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী বলছেন, বাংলার মেয়েরা সুরক্ষিত নয়। বাংলায় মেয়েরা দিন-রাত সবসময় সুরক্ষিত।’


মমতার পাল্টা দাবি, বিজেপি-শাসিত রাজ্যগুলিতেই মহিলাদের বিরুদ্ধে অপরাধের হার সবচেয়ে বেশি। বলেন, ‘মোদি-শাহর রাজ্য গুজরাটে অপরাধ সবথেকে বেশি। ‘ধর্ষণে শীর্ষে আমদাবাদ, আর যোগী-রাজ্য উত্তরপ্রদেশ।’


রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে এদিন কেন্দ্রের তীব্র সমালোচনা করেন মমতা। বলেন, ‘বিনা পয়সায় আমরা চাল দিচ্ছি, ফোটাতে লাগছে ৯০০ টাকার গ্যাস।’ 


তাঁর দাবি, ‘কিছু দরকার নেই, প্রধানমন্ত্রী বিনামূল্যে গ্যাস দিন। প্রধানমন্ত্রী আপনার ধ্বংসের কথা শুনতে চাই না।’


 



 


মোদির উদ্দেশে তৃণমূলনেত্রীর তোপ, ‘আগে দিল্লি সামলান, তারপর বাংলার দিকে তাকাবেন।’ তাঁর কটাক্ষ, ‘সব জায়গায় নিজের ছবি, নাম। 
ইসরোতেও নিজের ছবি পাঠিয়েছেন।’


মমতার আক্রমণ, আমফান, ‘করোনায় সময় আমি রাস্তায় নেমেছি। আপনি ভার্চুয়াল করে কাজ সেরেছেন।‘


বিজেপির ব্রিগেডকে 'বিগ্রেড' বলেও কটাক্ষ করেন তৃণমূলনেত্রী। বলেন, ‘কাল ব্রিগেডকে বিগ্রেড করে ছেড়েছেন। টাকা দিয়ে সব হয় না।‘


তিনি যোগ করেন, ‘যতই কর হামলা, জবাব দেবে বাংলা।’