কলকাতা: সদ্য উপনির্বাচনের ফল প্রকাশ হয়েছে। গত সপ্তাহে হয়েছে সবুজ ঝড়।  আর এবার শাসকশিবিরের এই জয় নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মুখে বিস্ফোরক মন্তব্য। 'ছাপ্পা ভোটে দিয়ে জেতানো বিধায়কদের শপথে থাকবে না বিজেপি', উপনির্বাচনে সবুজ ঝড় নিয়ে কটাক্ষ বিরোধী দলনেতার !


এদিন শুভেন্দু অধিকারী বলেন, 'ছাপ্পা মারা পুলিশ দিয়ে জেতানো MLA-দের শপথে বিজেপি থাকে না। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে জানেন না, ২০২১ সালে ৫৪ হাজার ভোটে উপনির্বাচনে জিতেছিলেন। ওর কেন্দ্রে ৭ হাজার ভোটের মাত্র গ্যাপ আছে। বড় বড় কথা, উপনির্বাচন ! উপনির্বাচন কী হয় পশ্চিমবাংলায় মানুষ জানে।'


নির্বাচনে ছাপ্পা ভোট রুখতে প্রতিটি সরকারের আমলেই বিরোধীরা সরব হয়। মমতার সরকারের আমলেও তা বাদ যায়নি। কলকাতা পুরভোট হোক কিংবা পঞ্চায়েত ভোট-প্রতিটি ভোটেই কেন্দ্রীয় বাহিনীর দাবি জানানো হয়েছে। অতীতে পুরভোটে কেন্দ্রীয় বাহিনী কেন নয়, কেন রাজ্য পুলিশ-তা নিয়ে যথেষ্ট বিতর্ক ও ব্যাখ্যা দুইই হয়েছে। কিন্তু সাত কাণ্ডের পরেও ছাপ্পা থামেনি।


আজও ওঠে ভুড়িভুড়ি অভিযোগ। প্রয়াতের নামে পড়েছে ভোট। ভোট বয়কট হওয়া কেন্দ্রেই পড়েছিল ৯৫ শতাংশ ভোট। যা নিয়ে মামলাও চলেছে। এদিকে এবার উপনির্বাচনে ৬ কেন্দ্রেই জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থীরা। শুধু জয় নয়, ৬ কেন্দ্রের অধিকাংশগুলিতেই বড়সড় ব্যবধানে জয়ী হয়েছেন তৃণমূলের ওই প্রার্থীরা। 


প্রসঙ্গত, ১৩ নভেম্বর কোচবিহারের সিতাই,আলিপুরদুয়ারের মাদারিহাট, বাঁকুড়ার তালডাংরা, পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর, উত্তর ২৪ পরগনার নৈহাটি ও হাড়োয়া-রাজ্য়ের এই ৬টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়।৬টি আসনেই পদ্ম-প্রার্থীকে বড়সড় ব্যবধানে হারালেন ঘাসফুল শিবিরের প্রার্থীরা। ২০২১ সালের বিধানসভা ভোটে, সিতাই, তালডাংরা, মেদিনীপুর, নৈহাটি ও হাড়োয়া আসনে জয়ী হন তৃণমূল প্রার্থী। মাদারিহাট আসন দখলে রেখেছিল বিজেপি।


আরও পড়ুন, 'RG কর সাজানো ঘটনা, মমতাই সঠিক ব্যক্তিত্ব..' ! বাংলায় ৬ কেন্দ্রে জয়ের পর বিস্ফোরক TMC নেতা


কয়েকমাস আগে রাজ্যে লোকসভা নির্বাচনে জিতে তৃণমূলের পার্থ ভৌমিক, হাজি নুরুল ইসলাম, জুন মালিয়া, অরূপ চক্রবর্তী , জগদীশ বর্মা বসুনিয়া ও বিজেপির মনোজ টিগ্গা । সাংসদ হয়ে যাওয়ায় ৬টি বিধানসভা কেন্দ্র বিধায়ক-শূন্য় হয়ে পড়ে। এবার উপনির্বাচনে ভরাডুবি হল বিজেপির। ৬টি কেন্দ্রেই জয়ী হলেন তৃণমূল প্রার্থীরা। ২০২১ থেকে ২০২৪, ৩ বছরে বিজেপির থেকে তৃণমূলের জয়ের ব্যবধান বেড়েছে।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।