কলকাতা: রাজ্যে (West Bengal) নভেম্বরের (November) শেষেও ৭০০-র কোটাতেই রইল করোনার দৈনিক সংক্রমণ (Corona)। রবিবার রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন (Health Bulletin) অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা সংক্রমিত (Covid-19) হয়েছেন ৭১৫ জন। এনিয়ে রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে হল ১৬,১৪,৮৬৭। আজ রাজ্যে করোনায় সক্রিয় রোগীর সংখ্যা ৭,৮০৪ জন। যা গতকালের তুলনায় ১৬ জন কম।


এই সময় পর্বে রাজ্যে করোনা সংক্রমিত হয়ে মৃত্যু (Covid Death) হয়েছে ১২ জনের। সবমিলিয়ে শুরু থেকে এই অবধি রাজ্যে করোনা সংক্রমিত হয়ে প্রাণ হারালেন ১৯,৪৬২ জন। গতকাল মৃত্যু হয়েছিল ১১ জনের। সরকারি হিসেব অনুযায়ী রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৭১৯ জন। এ নিয়ে শুরু থেকে এখনও পর্যন্ত করোনামুক্ত হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ১৫,৮৭,৬০১ জন। রাজ্যে আজ সুস্থতার হার ৯৮.৩১ শতাংশ। 


 






ঊর্ধবমুখী দেশের করোনা-গ্রাফ (India Corona)। ফের বাড়ল দৈনিক মৃত্যু ও সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের (Union Health Ministry) রবিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৭৭৪ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৮ হাজার ৩১৮। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৬২১ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৪৬৫। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৬৮ হাজার ৫৫৪ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৫ লক্ষ ৭২ হাজার ৫২৩। বিশ্বে (World Corona) এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৫১ লক্ষ ৯৪ হাজার ৩৫৩ জনের। মোট আক্রান্তের সংখ্যা ২৬ কোটি ১০ লক্ষ ২৫ হাজার ১৪৯।