কলকাতা: আজও সাতের কোটাতেই রইল রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ (Corona Affected)। রবিবার প্রকাশিত রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন (Department Of health) অনুযায়ী রাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা সংক্রমিত (Corona Affected) হয়েছেন ৭২৭ জন। এ নিয়ে রাজ্যে মোট করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে হল ১৬,০৯, ৮৪৫ জন। গতকাল রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা ছিল ৭২৫ জন। 


পাশাপাশি এই সময় পর্বে রাজ্যে করোনা সংক্রমিত (Corona Affected) হয়ে মৃত্যু হয়েছে ৭ জনের গতকালের থেকে কমল মৃত্যুর সংখ্যা। গতকাল সংখ্যাটা ছিল ১৫। এ নিয়ে রাজ্যে করোনা সংক্রমিত (Corona Affected) হয়ে প্রাণ হারালেন ১৯,৯৮৩ জন। 


রবিবারের সরকারি হিসেব অনুযায়ী আজ রাজ্যে করোনা সংক্রমিত সক্রিয় রোগীর  (Corona Active Case)সংখ্যা ৮,০২০ জন। গতকালের থেকে ২৫ জন কম। উল্লেখ্য, রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ৭৪৫ জন। সবমিলিয়ে করোনামুক্ত রোগীর সংখ্যা ১৫,৮২,৪৪২ জন। আজ রাজ্যে করোনায় সুস্থতার হার ৯৮.৩০ শতাংশ। 


 






একই সঙ্গে ফের ঊর্ধ্বমুখী দেশের করোনা-গ্রাফ (India Corona Update)। বাড়ল দৈনিক সংক্রমণ (Daily Infection) ও মৃত্যুর সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের (Health Bulletin) রবিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৪৮৮ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১০ হাজার ৩০২।  গত ২৪ ঘণ্টায় করোনায় দেশে মৃত্যু হয়েছে ৩১৩ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ২৬৭।  দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৬৫ হাজার ৬৬২ জনের।  মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৫ লক্ষ ১০ হাজার ৪১৩। বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৫১ লক্ষ ৪৫ হাজার ৯৭৯ জনের। মোট আক্রান্তের সংখ্যা ২৫ কোটি ৭১ লক্ষ ৪ হাজার ১৪৩।