কলকাতা: আজও করোনার দৈনিক সংক্রমণ সাতের কোটাতেই। শনিবার প্রকাশিত স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, রাজ্যে গত ১ দিনে করোনা সংক্রমিত হয়েছেন ৭৬২ জন। এ নিয়ে রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে হল ১৫,৬৫,৬৪৫ জন। এদিনের সরকারি হিসেব বলছে ২৫ সেপ্টেম্বরে রাজ্যে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ৭৬৪৭ জন। যা গতকালের তুলনায় ১৫ কম। 


এই সময় পর্বে রাজ্যে করোনা সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ১১ জনের। গতকাল মৃত্যু হয়েছিল ১৩ জনের। আজ সবমিলিয়ে রাজ্যে মৃত্যুর সংখ্যা বেড়ে হল ১৮,৭২৭ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়েছেব ৭৬৬ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১৫,৩৯,২৪৪ জন। আজ রাজ্যে সুস্থতার হার ৯৮.৩১ শতাংশ। গতকালও একই ছিল সুস্থতার হার। 


হিসেব অনুযায়ী রাজ্যে সংক্রমণের শীর্ষে রয়েছে কলকাতা এবং তারপর উত্তর ২৪ পরগনা। কলকাতায় করোনা সংক্রমিতের সংখ্যা ১৩৭ জন। সেখানে প্রাণ হারিয়েছেন ২ জন। উত্তর ২৪ পরগনায় সংক্রমিতের সংখ্যা ১২৭ জন। মৃত্যু হয়েছে ৩ জনের।


অন্যদিকে, দেশে করোনায় ফের কমল দৈনিক মৃত্যু ও সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শনিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৯০ জনের।  
একদিনে আক্রান্তের সংখ্যা ২৯ হাজার ৬১৬। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৪৬ হাজার ৬৫৮ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩৬ লক্ষ ২৪ হাজার ৪১৯। অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩ লক্ষ ১ হাজার ৪৪২। দেশে এখনও পর্যন্ত ৩ কোটি ২৮ লক্ষ ৭৬ হাজার ৩১৯ জন সুস্থ হয়েছেন। একদিনে সুস্থ হয়েছেন ২৮ হাজার ৪৬ জন। পাশাপাশি বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪৭ লক্ষ ৩৬ হাজার ৭২৮ জনের। মোট আক্রান্তের সংখ্যা ২৩ কোটি ১০ লক্ষ ৯৩ হাজার ১২৩। 


আরও পড়ুন: Malda: গাজোলে হাত-পা বাঁধা এক তরুণীর মৃতদেহ উদ্ধার


আরও পড়ুন: East Burdwan: মহিলাকে খুনের ঘটনায় গ্রেফতার পঞ্চায়েত সদস্য, খুনের অভিযোগ স্বীকার অভিযুক্তের