কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান : গত রবিবারই পূর্ব বর্ধমানের (Ease Burdwan) জামালপুর থানার জৌগ্রামের জলেশ্বরতলা এলাকার একটি ঝোপ থেকে এক মহিলার দেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছিল যে, উদ্ধার হওয়া মহিলার দেহ দেখে তাঁদের অনুমান যে, ওই মহিলার মাথায় ভারী কিছু বস্তু দিয়ে আঘাত করা হয়ছিল। এরপরই মুখ থেঁতলানো অবস্থায় তাঁর দেহ উদ্ধার হয়। অবশেষে ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। মহিলার সঙ্গে পরকীয়া সম্পর্ক ছিল অভিযুক্তের। পাশাপাশি টাকাপয়সা সংক্রান্ত চাপ আসায় যে পরিকল্পনা করে তাঁকে খুন করা হয়েছে, এমন কথাও স্বীকার করেছে অভিযুক্ত।


আরও পড়ুন - West Bengal News Live: ঘূর্ণিঝড় গুলাবের প্রভাবে ঝোড়ো হাওয়া-বৃষ্টিতে দুর্যোগ বাড়বে বাংলায়


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত রবিবার জামালপুর থানার জৌগ্রামের জলেশ্বরতলা এলাকার ঝোপ থেকে এক মহিলার মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে কার্যত চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনার তদন্তে নেমে মহিলার কাছ থেকে একটি চিরকূট উদ্ধার করে পুলিশ। সেই চিরকূটে একটি ফোন নম্বর লেখা ছিল বলে জানা যায়। ওই চিরকূটের সূত্র ধরেই পুলিশ জানতে পারে যে, মৃত মহিলার নাম সুখী মান্ডি। মেমারি থানার পলসা গ্রামে বাড়ি ওই মহিলার। এরপরই কে বা কারা তাঁকে খুন করে ঝোপের ধারে ফেলে দিয়ে গিয়েছে, তার তদন্ত করতে থাকেন তাঁরা। বিভিন্ন সূত্র ধরে পুলিশ জানতে পারে যে, ঘটনায় মূল অভিযুক্ত মেমারির কুচুট গ্রাম তৃণমূলের পঞ্চায়েত সদস্য শোভন টুডু। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে এদিন তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। 


আরও পড়ুন - Cyclone in Bengal: ঘূর্ণিঝড়ের সতর্কতা জারির পরই তৎপর লালবাজার, প্রস্তুত বিপর্যয় মোকাবিলা বাহিনীর ২২ দল


পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘ বহুদিন ধরেই সুখী মান্ডি নামে ওই মহিলার সঙ্গে পরকীয়া সম্পর্ক ছিল পঞ্চায়েত সদস্য শোভন টুডুর। টাকাপয়সার জন্য নাকি তাকে বারবারই চাপ দিচ্ছিলেন ওই মহিলা। এরপরই পরিকল্পনা করে মাথায় ভারী বস্তু দিয়ে আঘাত করে তাঁকে খুন করে শোভন। পুলিশের জিজ্ঞাসাবাদে ওই মহিলাকে খুনের কথা স্বীকারও করেছে সে। জানা গিয়েছে এমনটাই। এছাড়াও তাকে জিজ্ঞাসাবাদ করে আরও বিস্তারিত তথ্য জানা হবে বলে জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে