কলকাতা: আজও রাজ্যে করোনা সংক্রমিতের (Corona Affected) সংখ্যা ৮০০-র কোটায়। শুক্রবার প্রকাশিত স্বাস্থ্য দফতরের বুলেটিন (WB Health Bulletin) অনুযায়ী রাজ্য়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৮৬০ জন। এ নিয়ে রাজ্যে এ পর্যন্ত করোনার (Corona) কবলে পড়লেন মোট ১৬,০২,৪৪৬ জন। গতকাল রাজ্যে করোনা সংক্রমিত হয়েছিলেন ৮৫৪ জন। আজ রাজ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা (Corona Active Case) ৮০০০ জন। গতকালের তুলনায় ২৭ জন বেশি।
গত একদিনে করোনা আক্রান্ত হয়েছে রাজ্যে প্রাণ হারিয়েছেন ১৪ জন (Corona Death)। সবমিলিয়ে রাজ্যে করোনার কোপে প্রাণ হারালেন ১৯,২৯৪ জন। এ দিন রাজ্যে করোনামুক্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন মোট ৮১৯ জন। সবমিলিয়ে রাজ্যে শুরু থেকে এখনও পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৫,৭৫,১৫২ জন। আজ রাজ্যে সুস্থতার হার ৯৮.৩০ শতাংশ। উল্লেখ্য, কলকাতায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ২৩৩ জন। মৃত্যু হয়েছে ৪ জনের। এই মুহূর্তে শহরে করোনার অ্যাক্টিভ কেসের সংখ্যা ৯ জন।
দেশে করোনায় প্রায় ৫০ শতাংশ বাড়ল দৈনিক মৃত্যু। তবে কমল দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫০১ জনের। একদিনে আক্রান্তের সংখ্যা ১২ হাজার ৫১৬। বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৫০ লক্ষ ৭৮ হাজার ৮৭৭ জনের। মোট আক্রান্তের সংখ্যা ২৫ কোটি ১৮ লক্ষ ৭৫ হাজার ১৫৪।
আরও পড়ুন: কাজের সময় ফেসবুক খুললেই চড় মারার জন্য মহিলাকে নিয়োগ! মণীশ শেঠির পদক্ষেপে চমৎকৃত এলন মাস্ক