অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: মেট্রোর স্মার্ট কার্ডের (Metro Smart Card) সিকিউরিটি ডিপোজিট (Smart Card Security Deposit) বাড়ল। স্মার্ট কার্ড নিতে গেলে আগে দিতে হত ১০০ টাকা। এবার থেকে স্মার্ট কার্ড নিতে গেলে দিতে হবে ১২০ টাকা। স্মার্ট কার্ড ফেরত দিলে আগে মিলত ৬০ টাকা। তবে এবার থেকে স্মার্ট কার্ড ফেরত দিলে মিলবে ৮০ টাকা। আগামী রবিবার থেকে নতুন সিদ্ধান্ত কার্যকর হবে বলেই জানাল মেট্রো রেল কর্তৃপক্ষ (Kolkata Metro Railway)।


করোনা (Covid Situation) পরিস্থিতিতে লকডাউনে (Locdown) দীর্ঘ সময় বন্ধ ছিল মেট্রো পরিষেবা (Kolkata Metro Service)। তবে পরিস্থিতি স্বাভাবিক হতেই ছন্দে ফিরেছে কলকাতা মেট্রোয়। তবে বদলেছে কিছু নিয়ম। এখন আর টোকেন দেওয়ার নিয়ম নেই। মেট্রোয় উঠতে গেলে স্মার্ট কার্ডই বাধ্যতামূলক। 


উল্লেখ্য বদলাচ্ছে মেট্রো (Kolkata Metro Railway) পরিষেবার সময়। আগামী ১৫ নভেম্বর অর্থাৎ সোমবার থেকে প্রথম মেট্রো চলাচল শুরু হবে সকাল ৭টায়। এতদিন সকালে মেট্রো পরিষেবা (Metro Service) শুরু হত সকাল সাড়ে ৭টায়। তবে এবার এই নিয়মের পরিবর্তন হচ্ছে। পাশাপাশি বাড়ানো হচ্ছে মেট্রোর সংখ্যাও (Number of Metro)। ওই দিন থেকে মোট ৬টি অতিরিক্ত মেট্রো রেল পরিষেবা পাওয়া যাবে বলে জানা গিয়েছে। আগামী ১৫ নভেম্বর অর্থাৎ সোমবার থেকেই কার্যকর হবে এই নিয়ম। গতকালই একথা জানানো হয়েছে মেট্রো রেলওয়ের তরফে


একই সঙ্গে কমছে দুটি মেট্রো যাতায়াতের মধ্যেকার সময়ের ফারাকও। মেট্রোরেলের তরফে জানানো হয়েছে, সকাল এবং সন্ধের ব্যস্ত সময়ে ৭ মিনিটের বদলে ৫ মিনিটের ব্য়বধানে ট্রেন যাতায়াত করবে।  


মেট্রোয় (Kolkata Metro) এবার সপ্তাহান্তেও বাধা থাকছে না। কেবল অত্যাবশ্যকীয় পরিষেবার সঙ্গে যুক্ত যাত্রীরাই নয়, আগামী শনিবার থেকে সকল যাত্রীর জন্যই খুলে যাবে মেট্রোর (Kolkata Metro) দরজা। আগামী ১৬ নভেম্বর থেকে রাজ্যে স্কুল-কলেজ খুলে যাচ্ছে। ছন্দে ফিরছে জনজীবন। স্কুল-কলেজে যাওয়ার জন্য বহু পড়ুয়াই মেট্রোর উপর নির্ভর করে। কাজেই সেদিক মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 


স্কুল কলেজ শুরু হলে মেট্রোয় যাত্রী সংখ্যা এক ধাক্কায় অনেকটা বেড়ে যাবে বলে মনে করছে মেট্রো রেল কর্তৃপক্ষ। কাজেই যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে এবং এই ব্যস্ত সময়ে যাতে পড়ুয়াদের কোনও সমস্যা না হয় তার জন্যই পরিষেবায় বদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 


আরও পড়ুন: Howrah To Puri Travel: হাওড়া থেকে মাত্র ৪ ঘণ্টায় পুরী? দুরন্ত গতির ট্রেন চালুর সিদ্ধান্ত রেলমন্ত্রকের