কলকাতা: পুজোর পরে উদ্বেগ বাড়াচ্ছে কলকাতার করোনার সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় কলকাতায় ২৬০ জন করোনা আক্রান্ত হয়েছেন। হিসেব বলছে ডবল ডোজের পরেও করোনা আক্রান্ত ১৬৩ জন। কলকাতায় আক্রান্ত ২৬০ জনের মধ্যে করোনার ২০১ জন উপসর্গহীন। নবান্ন, স্বাস্থ্য দফতরে রিপোর্ট পাঠাচ্ছে কলকাতা পুরসভা।


৪০০, ৬০০, ৭০০-র গণ্ডি পেরিয়ে একেবারে ৪০০-র কোটায়। হু-হু করে বাড়ছে রাজ্যের করোনা সংক্রমণ। বৃহস্পতিবার প্রকাশিত স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা সংক্রমিত হয়েছেন ৮৬৭ জন। এ নিয়ে রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে ১৫,৮২,৮১৩ জন। গতকাল রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৭২৬ জন। 


এই সময় পর্বে রাজ্যে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন, ৯ জন। এ নিয়ে রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে হল ১৯,০০৭ জন। সরকারি হিসেবে রাজ্যে গত ১ দিনে সুস্থ হয়েছেন ৭৯৫ জন। একই সঙ্গে রাজ্যে আজ সুস্থতার হার ৯৮.৩৩ শতাংশ। 


প্রাণের উৎসব দুর্গাপুজোয় লাগামছাড়া আনন্দ। সাজগোজ-হুল্লোড়ের মধ্যে ভাটা পড়েছিল করোনা সচেতনতায়। প্যান্ডেল হপিং-এ উধাও হয়েছিল সোশাল ডিসট্যান্সিং। পুজোর দিনগুলিতে কোভিডবিধি উপেক্ষার ফলই কি হাতেনাতে মিলছে? গত কয়েকদিন কলকাতা-সহ গোটা রাজ্যের ঊর্ধ্বমুখী করোনা গ্রাফ দেখে বড় হয়ে উঠেছে এই প্রশ্ন। রাজ্য সরকারের স্বাস্থ্য দফতর প্রকাশিত পরিসংখ্যান বলছে, দশমীর পর থেকে লাগাতার বেড়েছে সংক্রমণ।


১৬ অক্টোবর সংক্রমিত হন ৪৪৩ জন। ১৭ অক্টোবর ৬২৪ জন। ১৮ অক্টোবর: সংক্রমিত হন ৬৯০ জন। ১৯ অক্টোবর সংক্রমণ ধরা পড়ে ৭২৬ জনের।  ২০ অক্টোবর: সংক্রমিত ৮৬৭ জন। অনেকে ক্ষেত্রে দেখা যাচ্ছে, ভ্যাকসিনের দুটি ডোজ নেওয়ার পরেও করোনা আক্রান্ত হচ্ছেন বহু মানুষ। উদ্বেগ বাড়াচ্ছে কলকাতা পুরসভার সাম্প্রতিক রিপোর্ট। রিপোর্ট অনুযায়ী, বুধবার কলকাতায় সংক্রমিত ২৪৪ জনের মধ্যে ১৩২ জনেরই দ্বিতীয় ডোজ নেওয়া হয়ে গেছে। বৃহস্পতিবার কলকাতায় সংক্রমিত ২৬০ জনের মধ্যে দ্বিতীয় ডোজ নিয়েও আক্রান্ত ১৬৩ জন। শুধু তাই নয়, গত ২৪ ঘণ্টায় দ্বিতীয় ডোজ নিয়েও কলকাতায় আক্রান্ত ১৬৩ জনের মধ্যে ১২০ জনই উপসর্গহীন। 


তবে দেশে করোনায় ১০০ কোটি টিকাকরণের গণ্ডি ছোঁয়ার দিনই একলাফে ২৬ শতাংশ বাড়ল দৈনিক সংক্রমণ। তবে কমেছে দৈনিক মৃত্যুর সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ১৬০ জনের। একদিনে আক্রান্তের সংখ্যা ১৮ হাজার ৪৫৪। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৫২ হাজার ৮১১ জনের। মোট আক্রান্ত ৩ কোটি ৪১ লক্ষ ২৭ হাজার ৪৫০ জন।  অ্যাক্টিভ কেসের সংখ্যা ১ লক্ষ ৭৮ হাজার ৮৩১। এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৩ কোটি ৩৪ লক্ষ ৯৫ হাজার ৮০৮ জন। একদিনে ১৭ হাজার ৫৬১ জন সুস্থ হয়েছেন।