ঝিলম করঞ্জাই, কলকাতা: এখনও দিনক্ষণ ঘোষণা হয়নি বিধানসভা ভোটের। তবে মিটিং-মিছিল-স্লোগানে সরগরম ভোটের আবহ।  রাজ্য রাজনীতিতে বিতর্কের ঝড় তোলার পাশাপাশি তুমুল জনপ্রিয় অনুব্রত মণ্ডলের ‘খেলা হবে’ স্লোগান। পাশাপাশি ‘গোলি মারো’ স্লোগান নিয়েও দানা বেঁধেছে বিতর্ক। 


কিন্তু, এসব স্লোগানই এবার স্টাইল স্টেটমেন্ট! পূর্ব পুঁটিয়ারি প্রগতি সঙ্ঘের মাঠে যেমন উঠে এসেছে বীরভূমের ‘সোনাঝুরির হাট’, তেমনি সেই হাটে নানা হস্তশিল্পের সঙ্গে পাঞ্জাবি, মাস্কে উঠে এসেছে বিতর্কিত স্লোগান। শুক্রবার হাটের উদ্বোধন করেন মন্ত্রী অরূপ বিশ্বাস। পরে অনুষ্ঠানে যোগ দেন মদন মিত্রও।


এর আগেও তৃণমূলের বীরভূম জেলা সভাপতির হুঁশিয়ারি ফুটে উঠেছে টি-শার্টে। অনুব্রত মণ্ডলের কার্টুনের পাশে লেখা ... ‘শুঁটিয়ে লাল করে দেব’। অনলাইনে এই টি শার্ট বিক্রি নিয়ে রাজনৈতিক তরজা কম হয়নি। 


এবার দক্ষিণ কলকাতার ‘সোনাঝুরির হাটে’ মিলছে ‘খেলা হবে’ এবং ‘গোলি মারো’ পাঞ্জাবি।