West Bengal News Live: শোভন চট্টোপাধ্যায়ের ওয়ার্ডে প্রার্থী হচ্ছেন রত্না চট্টোপাধ্যায়
Get the latest West Bengal News and Live Updates: তৃণমূল কংগ্রেসের প্রার্থীতালিকা থেকে বাদ সুদর্শনা মুখোপাধ্যায়। বাদ গেল রতন দে, রতন মালাকারের নামও। প্রার্থী হচ্ছেন সুব্রত মুখোপাধ্যায়ের বোন।
দল যা কাজ দেবে নিষ্ঠার সঙ্গে পালন করব। ৮২ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী হিসেবে নাম ঘোষণা হওয়ার পর প্রতিক্রিয়া ফিরহাদ হাকিমের।
তারুণ্যে জোর তৃণমূলে। প্রার্থী হচ্ছেন শশী পাঁজার মেয়ে পূজা, চন্দ্রিমা ভট্টাচার্যর ছেলে সৌরভ, স্বর্ণকমল-পুত্র সন্দীপন। টিকিট পেলেন প্রাক্তন সিএবি কর্তা বিশ্বরূপ দে।
তৃণমূলের উপপ্রধানের স্ত্রীর অ্যাকাউন্টে ঢুকেছে ১৩৪ জন মহিলার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা! এমনই অভিযোগ উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায়। অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের উপপ্রধান। যদিও প্রশাসনের সাফাই, প্রযুক্তিগত ভুলেই একজনের অ্যাকাউন্টে ঢুকেছে একাধিক মহিলার টাকা। ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
পুরভোটের আগে বহরমপুর শহরে উন্নয়ন-তরজা ঘিরে বাড়ছে রাজনৈতিক উত্তাপ। বেহাল রাস্তা, শ্মশানের বিকল বৈদ্যুতিক চুল্লি নিয়ে পুরসভাকে কাঠগড়ায় তুলেছে কংগ্রেস, বিজেপি। আগে ওদের ভোট বাড়ুক, তারপর সমালোচনার জবাব দেব বিরোধীদের পাল্টা কটাক্ষ তৃণমূলের।
মালদার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতে প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ। কাঠগড়ায় তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান ও এক সদস্য। তালিকায় নাম না থাকা ৩৫ জনের অ্যাকাউন্টে টাকা সরানো হয়েছে বলে অভিযোগ গ্রামবাসীদের একাংশ ও সিপিএমের। বিডিওর কাছে অভিযোগ দায়ের। অভিযোগ অস্বীকার এক অভিযুক্তর।
জলপাইগুড়ির রাজগঞ্জে তৃণমূলের বুথ সভাপতি খুনের ঘটনায় চোপড়া থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম দানিশ মহম্মদ। বিজেপি শিবিরের অভিযোগ, তৃণমূল নেতা খুনে তৃণমূলেরই হাত রয়েছে। অভিযোগ উড়িয়ে পাল্টা আক্রমণ করেছে ঘাসফুল শিবির।
বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের প্রস্তুতির মধ্যেই জলপাইগুড়ির রাজগঞ্জে গতি পেল শিল্পায়ন প্রক্রিয়া। দীর্ঘদিন ধরে পড়ে থাকা জমিতে চালু হয়েছে তিনটি কারখানা। চালু হওয়ার অপেক্ষায় রয়েছে আরও তিনটি কারখানা।
হুগলির ভদ্রেশ্বরে যুবকের রহস্যমৃত্যু। বন্ধুদের সঙ্গে বাড়ি থেকে বের হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে পুকুর থেকে উদ্ধার হল যুবকের গলাকাটা মৃতদেহ। পরিবারের অভিযোগ, বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে তাঁকে খুন করা হয়েছে। কীভাবে মৃত্যু, তার পিছনে কী কারণ, খতিয়ে দেখছে পুলিশ।
রাজারহাট থানার সাব ইন্সপেক্টরের রহস্যমৃত্যু হাওড়ায়। নিখোঁজ হওয়ার দেড় মাস পর মৃতদেহ পেল পরিবার। রাস্তার আন্ডারপাস থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়েছিল পুলিশ অফিসারকে। জানিয়েছে পুলিশ।
বিধানসভা ভোটের পর থেকে এলাকায় দেখা মিলছে না আরামবাগ মহকুমার চার বিজেপি বিধায়কের। এমনই অভিযোগে সরব হলেন এলাকার বিজেপি নেতা-কর্মীদের একাংশ। তা নিয়ে গেরুয়া শিবিরকে কটাক্ষ করেছে তৃণমূল। বিজেপি নেতৃত্বের দাবি, পুরোটাই তৃণমূলের ষড়যন্ত্র।
কেন্দ্রীয় গ্যাস প্রকল্পের জন্য জমি অধিগ্রহণ। পূর্ব মেদিনীপুরের তমলুকে ক্ষতিপূরণ নিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বললেন প্রশাসনিক আধিকারিকরা। শিবির করে জমি অধিগ্রহণ প্রক্রিয়া শুরু। তা নিয়ে তরজায় জড়িয়েছে বিজেপি আর তৃণমূল।
খোদ পুরসভার বিরুদ্ধেই রাস্তায় আবর্জনা ফেলার অভিযোগ। এর জেরে বর্ধমান-কালনা রাজ্য সড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটে বলে দাবি স্থানীয়দের। যন্ত্র বিকল হওয়ায় সমস্যা, সাফাই পুর প্রশাসকের। বিজেপির কটাক্ষ, রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে থাকার এটাই প্রমাণ। পথে নামলে উন্নয়ন চোখে পড়ত, পাল্টা তৃণমূল।
আচমকা ভেঙে পড়ল পূর্ব বর্ধমানের কান্দরা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ল্যাবরেটরি বিভাগের ছাদের চাঙড়। অল্পের জন্য রক্ষা পেলেন রোগী ও টেকনিশিয়ানরা। পূর্ত দফতরের প্রতিনিধিদের রিপোর্টের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে, জানিয়েছেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক।
নিয়ন্ত্রণ হারিয়ে ভরা বাজারে ঢুকে পড়ল পাথর বোঝাই ডাম্পার। দুর্ঘটনায় মৃত্যু ৪ জনের। জখম হয়েছেন ডাম্পার চালক-সহ ৬ জন। গতকাল রাত সাড়ে ৯টা নাগাদ শিলিগুড়ি শহরের ইস্টার্ন বাইপাস লাগোয়া জলপাইগুড়ির জলেশ্বরী বাজারে দুর্ঘটনা ঘটে। কী কারণে দুর্ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।
দলের পঞ্চায়েতে অনাস্থা নিয়ে ফের অস্বস্তি তৃণমূলে। কোচবিহারে তৃণমূল বিধায়কের বিরুদ্ধে মুখ খুললেন তৃণমূলেরই পঞ্চায়েত প্রধান! অভিযোগ, সব জেনেও সমস্যার সমাধান করছেন না বিধায়ক! অভিযোগ উড়িয়ে দিয়েছেন শাসক বিধায়ক। আর এ নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।
তৃণমূল কংগ্রেসের প্রার্থীতালিকা থেকে বাদ সুদর্শনা মুখোপাধ্যায়। বাদ গেল রতন দে, রতন মালাকারের নাম। প্রার্থী হচ্ছেন সুব্রত মুখোপাধ্যায়ের বোন তনিমা চট্টোপাধ্যায়।
কলকাতা পুরসভার ভোটে তৃণমূলের প্রার্থী নির্বাচনে পুরনো মুখেই ভরসা রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তালিকায় জায়গা পেলেন ৬ জন বিধায়ক। যার মধ্যে চারজন আগেও কাউন্সিলর ছিলেন। সাংসদ মালা রায়কেও ফের কলকাতা পুরভোটে প্রার্থী করেছে তৃণমূল। তবে প্রার্থীতালিকা থেকে বাদ পড়েছেন শান্তনু সেন।
কলকাতা পুরভোটে লড়বেন তৃণমূলের ৬ বিধায়ক। মনোনয়ন পেলেন সাংসদ মালা রায়। টিকিট পেলেন না শান্তনু সেন।
১৯ ডিসেম্বর কলকাতায় পুরভোট। সবার প্রথমে প্রার্থী তালিকা ঘোষণা করল বামেরা। একইদিনে প্রার্থী তালিকা ঘোষণা করে দিল তৃণমূল কংগ্রেসও। এদিকে, এখনও একসঙ্গে বকেয়া সব পুরসভার ভোটের দাবিতে অনড় বিজেপি। এই দাবিতে হাইকোর্টে গেছে তারা। তবে তারই সঙ্গে চলছে ভোটের প্রস্তুতিও।
শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ বিজেপি নেতার নেতৃত্বে ডেপুটেশন কর্মসূচিতে উত্তেজনা। কৃষিপণ্য বিলিতে বৈষম্যের অভিযোগে বিক্ষোভ। সঙ্গে নন্দীগ্রামে সরকারি আধিকারিককে হেনস্থা। আর এ নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। এই ঘটনায় ৬ জনকে আটক করেছে পুলিশ।
‘কলেজে টিএমসিপি ছাড়া অন্য কোনও ছাত্র সংগঠন নয়’, এসএফআই সমর্থকদের হুমকি তৃণমূলের ছাত্রনেতার। রঘুনাথপুর কলেজে তৃণমূলের ছাত্রনেতার হুমকির ভিডিও ভাইরাল। ‘টিএমসিপি সম্পর্কে পড়ুয়াদের ভুল বোঝাচ্ছিলেন এসএফআই সমর্থকরা। তারই প্রতিবাদ করেছি’, বিতর্কের মুখে দাবি শাসক দলের ছাত্রনেতার।
ভোটের আগে জোটের পথে না হেঁটে কলকাতা পুরভোটের প্রার্থীতালিকা ঘোষণা করল বামফ্রন্ট। তবে বিজেপি-তৃণমূল বিরোধী শক্তির উদ্দেশে জোটের বার্তা দিয়ে সতেরোটি আসন ছেড়ে রেখেছে তারা। যদিও এসবে কোনও গুরুত্বই দিচ্ছে না তৃণমূল-বিজেপি।
বিধানসভা ভোটের পর কলকাতা পুরভোটেও তারুণ্যে জোর দিল বামেরা। প্রার্থীতালিকায় জায়গা পেলেন ছাত্র-যুব এবং রেড ভলান্টিয়ার্সের সদস্যরা। যদিও তাতে কোনও লাভ হবে না বলে কটাক্ষ করেছে তৃণমূল-বিজেপি।
দক্ষিণ দিনাজপুরের তপনে তৃণমূল কংগ্রেসের যোগদান কর্মসূচি চলাকালীন ভেঙে পড়ল মঞ্চ। তপন ব্লকে যোগদান কর্মসূচিতে অংশ নিয়েছিলেন ১২ হাজার মানুষ। যোগদান কর্মসূচির পর তৃণমূল নেতা বিপ্লব মিত্র সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেওয়ার সময় ভেঙে পড়ল মঞ্চ। আহত বেশ কয়েকজন।
পুরভোটের প্রার্থীতালিকা নিয়ে কালীঘাটে বৈঠক তৃণমূল কংগ্রেসের। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শুরু বৈঠক। বৈঠকে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম সহ তৃণমূলের শীর্ষস্থানীয় নেতারা। সূত্রের খবর, এবার তৃণমূলের প্রার্থী তালিকায় ভারসাম্য বজায় রাখা হচ্ছে। তরুণ প্রজন্ম ও মহিলাদের প্রাধান্য দেওয়ার পাশাপাশি থাকছেন প্রবীণরাও। প্রার্থী তালিকা থেকে বেশ কয়েকজন বিধায়কের নাম বাদ পড়ার সম্ভাবনা রয়েছে। প্রার্থী তালিকায় থাকতে পারেন দলের প্রবীণ নেতাদের পরবর্তী প্রজন্ম। প্রার্থী তালিকায় এক ব্যক্তি এক পদ নীতি কঠোরভাবে মেনে চলা হবে বলে তৃণমূল সূত্রে খবর।
বেজে উঠেছে পুরভোটের দামামা। কলকাতার বিভিন্ন ওয়ার্ডে দেওয়াল লিখন শুরু। বিবাদী বাগের কাছে কলকাতা পুরসভার ৪৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিল হাউস স্ট্রিটে সকাল সকাল দেওয়াল লিখনের কাজে নামলেন কংগ্রেসের বিদায়ী কাউন্সিলর সন্তোষ পাঠক।
বামেদের প্রার্থীতালিকায় ৫৬ জন মহিলা। কলকাতা পুরভোটে লড়বেন ১৭ জন সংখ্যালঘু বাম প্রার্থী। জোর দেওয়া হয়েছে নতুন মুখে।
‘১৪৪-এর মধ্যে ১৫-১৬টি আসনে প্রার্থী দেব না। এই ১৫-১৬টি আসনে যারা তৃণমূল-বিজেপিকে হারাতে পারবে, তাদের সমর্থন। এই সব দলের মধ্যে কংগ্রেস ও আইএসএফ আছে’, প্রার্থীতালিকা ঘোষণা করে জানাল বামেরা।
কাঁকুড়গাছির নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের দাদার দায়ের করা অভিযোগ ভিত্তিহীন বলে আদালতে দাবি করল পুলিশ। শিয়ালদা আদালতে গতকাল জমা পড়ে পুলিশের রিপোর্ট। সূত্রের খবর, পুলিশের রিপোর্টে বলা হয়েছে, ১১ নভেম্বর রাতে বাইকে চড়ে এসে দুই দুষ্কৃতী বেলেঘাটার বিধায়ক পরেশ পাল ও নারকেলডাঙা থানার তৎকালীন ওসি শুভজিৎ সেনের নাম করে হুমকি দেয় বলে যে অভিযোগ করা হয়েছে, প্রাথমিক অনুসন্ধানে তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানা গিয়েছে। এলাকার সিসি ক্যামেরায় ওই সময় কোনও বাইক আরোহীকে দেখা যায়নি বলে পুলিশের রিপোর্টে উল্লেখ। পাল্টা নিহত বিজেপি কর্মীর দাদা বিশ্বজিৎ সরকারের আইনজীবী প্রশ্ন তোলেন, অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার একজন অফিসারের বিরুদ্ধে কীভাবে তদন্ত করতে পারেন ওসি পদমর্যাদার একজন অফিসার? নিহত বিজেপি কর্মীর পরিবারকে এই নিয়ে পিটিশন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। ১৬ ডিসেম্বর পরবর্তী শুনানি।
দরজায় কড়া নাড়ছে শীত। এরই মধ্যে বাজারে এল ইলিশ। বড় সাইজের ইলিশ দেখে মন ভরছে ক্রেতাদেরও। ১ কেজি ইলিশ বিক্রি হচ্ছে ১ হাজার থেকে ১২০০ টাকায়। দেড় কেজি ইলিশের দাম পড়ছে ১,৫০০ থেকে ১,৭০০ টাকা। গোটা বর্ষার মরশুমেও এত সস্তায় ইলিশ মেলেনি। তাই ভোজন রসিক বাঙালি সকাল সকাল ভিড় জমাচ্ছে বাজারে। অন্যদিকে, কাকদ্বীপে মৎস্যজীবীদের জালে ধরা পড়েছে প্রচুর ইলিশ। যা পৌঁছে গিয়েছে কলকাতার পাইকারি বাজারগুলিতে। তবে অসময়ের ইলিশে বর্ষার মতো স্বাদ মিলবে কি না, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।
সংবিধান দিবসে ফের রাজ্য সরকারকে কটাক্ষ রাজ্যপালের। ট্যুইটে প্রশাসনিক আধিকারিক, আইএএস এবং আইপিএস অ্যাসোসিয়েশনকে উদ্দেশ্য করে তাঁর মন্তব্য, ‘সংবিধান মেনে প্রশাসন চালানো নিশ্চিত করুন, যাতে গণতন্ত্র বিকশিত হতে পারে। সংবিধানের মূল বক্তব্যকে তুলে ধরা এবং মৌলিক দায়িত্ব পালনে অঙ্গীকারবদ্ধ হন।’
অ্যাপ ক্যাবে মহিলা যাত্রীর রহস্যমৃত্যু। পুলিশ সূত্রে খবর, সকালে নাগেরবাজার থেকে অ্যাপ ক্যাবে ওঠেন মহিলা। কিছুক্ষণ পরে তাঁকে অচৈতন্য দেখে ট্রাফিক সার্জেন্টকে বিষয়টি জানান চালক। ক্যাবে করেই মহিলা যাত্রীকে বাইপাসের ধারে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। অসুস্থতা নাকি অন্য কোনও কারণে মৃত্যু, খতিয়ে দেখা হচ্ছে।
কলকাতা পুরসভার ভোটে জেতাটা তৃণমূলের কাছে বাধ্যবাধ্যকতা হয়ে দাঁড়িয়েছে। এমনকী পুনর্নির্বাচনের জন্যও সময় নেই। সবেতেই তাড়াহুড়ো। কলকাতায় পুরভোটের বিজ্ঞপ্তি জারি প্রসঙ্গে কটাক্ষ বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।
শনিবার রাত ৯টা থেকে বিধাননগরে বন্ধ থাকবে জল সরবরাহ। রবিবার সকাল ৬টা পর্যন্ত বন্ধ থাকবে জল পরিষেবা। বিধাননগরের কিছু জায়গায় জলের চাপ কম বলে অভিযোগ স্থানীয়দের। জলের প্রেসার বাড়াতে জোড়া হাই পাওয়ার পাম্প বসানোর সিদ্ধান্ত। বর্তমানে বিধাননগরে আছে ৪টি পাম্প।
পুরভোটের প্রার্থীতালিকা নিয়ে আজ তৃণমূলের বৈঠক। কালীঘাটে বিকেল ৪টেয় বৈঠকে উপস্থিত থাকবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, এবার তৃণমূলের প্রার্থী তালিকায় ভারসাম্য বজায় রাখা হচ্ছে। তরুণ প্রজন্ম ও মহিলাদের প্রাধান্য দেওয়ার পাশাপাশি থাকছেন প্রবীণরাও। প্রার্থী তালিকা থেকে বেশ কয়েকজন বিধায়কের নাম বাদ পড়ার সম্ভাবনা রয়েছে। প্রার্থী তালিকায় থাকতে পারেন দলের প্রবীণ নেতাদের পরবর্তী প্রজন্ম। প্রার্থী তালিকায় এক ব্যক্তি এক পদ নীতি কঠোরভাবে মেনে চলা হবে বলে তৃণমূল সূত্রে খবর। আজকের বৈঠকে থাকতে পারেন তৃণমূলের ভোট কুশলী প্রশান্ত কিশোরও।
নিউটাউনে মিষ্টি হাবের সামনে কন্টেনারের ধাক্কায় উপড়ে গেল বাস স্টপের ছাউনি।ভোর ৪টে নাগাদ দুর্ঘটনা ঘটে। নিউটাউনের দিক থেকে কলকাতা বিমানবন্দরের দিকে যাওয়ার সময়, নিয়ন্ত্রণ হারিয়ে বাস স্টপের ছাউনিতে ধাক্কা মারে কন্টেনার। ভোরবেলা লোকজন কম থাকায়, বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা। কন্টেনার চালককে আটক করেছে নিউটাউন থানার পুলিশ।
এক সপ্তাহের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার বাঘের দর্শন। গতকাল শেষ বিকেলে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের সজনেখালি রেঞ্জের পিরখালি ৫ নম্বর জঙ্গলে দোবাঁকি খালের কাছে রয়্যাল বেঙ্গলের দেখা পান পর্যটকরা। লোকজনের আনাগোনা টের পেতেই নদী পেরিয়ে লম্বা দৌড়ে জঙ্গলে ফিরে যায় বাঘ। সেই ছবি ক্যামেরাবন্দি হয়। সুন্দরবনে এসে রয়্যাল বেঙ্গলের দেখা পেয়ে খুশি পর্যটকরা।
রাসায়নিক বোঝাই ট্যাঙ্কার উল্টে বিপত্তি। ঝাঁঝাল গন্ধে এলাকায় আতঙ্ক। দমকলের ইঞ্জিন এনে রাস্তা ধোয়ার পর স্বাভাবিক হয় পরিস্থিতি। গতকাল রাত ১টা নাগাদ মহেশতলার সম্প্রীতি উড়ালপুল থেকে নামার সময়, বাটা মোড়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বিশাখাপত্তনম থেকে বজবজগামী রাসায়নিক বোঝাই ট্যাঙ্কার। কোনওমতে রক্ষা পান ট্যাঙ্কারের চালক ও খালাসি। পুলিশ সূত্রে খবর, সামনের ট্যাঙ্কার ব্রেক কষায়, নিয়ন্ত্রণ হারিয়ে উড়ালপুলে ঢালে গড়িয়ে গিয়ে দুর্ঘটনা ঘটে। ব্রেকডাউন ভ্যানের সাহায্যে সকাল ৮টা নাগাদ ট্যাঙ্কারটিকে তোলা হয়। ট্যাঙ্কারে থাকা রাসায়নিক প্লাইউড কারখানায় লাগে বলে পুলিশ জানিয়েছে।
পুরুলিয়ার রঘুনাথপুরে বিজেপির হাতছাড়া নীলডি গ্রাম পঞ্চায়েত। প্রধান নির্বাচিত হলেন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া প্রাক্তন উপপ্রধান। নীলডি গ্রাম পঞ্চায়েতের ৯টি আসনের মধ্যে বিজেপির দখলে ছিল ৫টি আসন। তৃণমূল জেতে ৪টি আসনে। বিধানসভা ভোটের পর, গতমাসে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন উপপ্রধান রমণী মুর্মু। এরপর ১২ নভেম্বর, আস্থা ভোটে হেরে যান বিজেপির প্রধান। গতকাল প্রধান নির্বাচিত হন তৃণমূলে যোগদানকারী প্রাক্তন উপপ্রধান। তাঁর দাবি, উন্নয়নের স্বার্থে তৃণমূলে যোগদান। বিজেপির অভিযোগ, ভয় ও প্রলোভন দেখিয়ে দলবদল করানো হয়েছে। বিজেপি পরিচালিত পঞ্চায়েতের দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতেই যোগদান, পাল্টা দাবি শাসক শিবিরের।
সংবিধান দিবসে পুরনো ভাষণের ভিডিও শেয়ার করে মোদি সরকারকে কটাক্ষ ডেরেক ও’ ব্রায়েনের। তৃণমূল সাংসদ লেখেন, কয়েকমাস আগে সংসদে দাঁড়িয়ে দুটি বই নিয়ে প্রশ্ন তুলেছিলাম। একটি হল ভারতের সংবিধান। অপরটি হল বিজেপির নির্বাচনী ইস্তেহার। একথা উল্লেখ করে পুরনো ভিডিয়ো পোস্ট করেছেন তৃণমূল সাংসদ। যেখানে দেখা যাচ্ছে, তিনি বলছেন, পশ্চিমবঙ্গে নির্বাচন। তাও মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা সংসদে এসেছি। কারণ আমরা সংবিধানকে সম্মান করি। আরেক দল আছে যারা ইস্তেহার মেনে চলায় বিশ্বাসী।
দরজায় কড়া নাড়ছে শীত। এরই মধ্যে বাজারে এল ইলিশ। বড় সাইজের ইলিশ দেখে মন ভরছে ক্রেতাদেরও। ১ কেজি ইলিশ বিক্রি হচ্ছে ১ হাজার থেকে ১২০০ টাকায়। দেড় কেজি ইলিশের দাম পড়ছে দেড়হাজার থেকে ১৭০০ টাকা। গোটা বর্ষার মরশুমেও এত সস্তায় ইলিশ মেলেনি। তাই ভোজন রসিক বাঙালি সকাল সকাল ভিড় জমাচ্ছে বাজারে। অন্যদিকে, কাকদ্বীপে মৎস্যজীবীদের জালে ধরা পড়েছে প্রচুর ইলিশ। যা পৌঁছে গিয়েছে কলকাতার পাইকারি বাজারগুলিতে। তবে অসময়ের ইলিশে বর্ষার মতো স্বাদ মিলবে কি না, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।
সংবিধান দিবস উপলক্ষে ট্যুইটে মোদি সরকারকে খোঁচা মহুয়া মৈত্রর। তৃণমূল সাংসদ লিখেছেন, বছরের বাকি দিনগুলিতে সংবিধানের ওপর আঘাত হেনে, সংসদের সেন্ট্রাল হলে একদিনের উত্সব পালন।
সংবিধান দিবসে ফের রাজ্য সরকারকে কটাক্ষ রাজ্যপালের। ট্যুইটে প্রশাসনিক আধিকারিক, আইএএস এবং আইপিএস অ্যাসোসিয়েশনকে উদ্দেশ্য করে তাঁর মন্তব্য, সংবিধান মেনে প্রশাসন চালানো নিশ্চিত করুন, যাতে গণতন্ত্র বিকশিত হতে পারে। সংবিধানের মূল বক্তব্যকে তুলে ধরার এবং মৌলিক দায়িত্ব পালনে অঙ্গীকারবদ্ধ হন।
বাড়ি ফেরার পথে, গাছে ধাক্কা বাইকের। দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাটে বাইক দুর্ঘটনায় মৃত্যু হল তিন যুবকের। মৃত তিনজনই কাকদ্বীপের হারউড পয়েন্ট কোস্টাল থানা এলাকার চক কাছারিপাড়ার বাসিন্দা। স্থানীয় সূত্রে খবর, মৃত তিনজনই পেশায় দর্জি। গতকাল জুমাই নস্কর হাট থেকে সুতো কিনে বাইকে চড়ে ফিরছিলেন। রাত সাড়ে ৯টা নাগাদ নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারে বাইক। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। কারও হেলমেট ছিল না বলে পুলিশ জানিয়েছে।
হাবড়ায় সরকারি হাসপাতালের জমি দখলের অভিযোগে, ১৫ জনকে নোটিস দিল প্রশাসন। কেন দখল করে রাখা হয়েছে? কারণ জানতে চেয়ে দেওয়া হল মহকুমাশাসকের চিঠি। ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের একাংশ। আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বিজেপি।
করোনা আবহে দীর্ঘদিন পর খুলেছে স্কুল। কিন্তু বহু স্কুলেই কমেছে পড়ুয়ার সংখ্যা। রায়গঞ্জ থেকে দুর্গাপুর ছবিটা একই রকম। কোথাও লকডাউনে ভিন রাজ্যে কাজে যাওয়া পড়ুয়ারা ফিরতে পারেনি। কোথাও স্কুলের পোশাক, জুতোর অভাবের কথা বলছেন অভিভাবকরা। পড়ুয়াদের ফেরাতে শুরু হয়েছে উদ্যোগ।
কলকাতার ঘুম ভাঙল ভূমিকম্পে। ভোর ৫টা ১৫-য় কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের উৎসস্থল মিজোরামের থেনজল থেকে ৭৩ কিমি দক্ষিণ-পূর্বে, মাটির ১২ কিলোমিটার গভীরে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬ দশমিক ১। কম্পনের স্থায়িত্ব ছিল ৩ সেকেন্ড। উত্তরবঙ্গ থেকে শুরু করে অসম, ত্রিপুরা এবং প্রতিবেশী দেশ বাংলাদেশেও কম্পন অনুভূত হয়। এখনও পর্যন্ত বড়সড় কোনও ক্ষয়ক্ষতির খবর নেই।
১৯ ডিসেম্বরই কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ডে ভোট হবে। ইতিমধ্যেই চালু হয়েছে আদর্শ আচরণবিধি। ১ ডিসেম্বর পর্যন্ত মনোনয়ন। ২১ ডিসেম্বরে তারিখ গণনা।
প্রেক্ষাপট
১৯ ডিসেম্বরই কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation) ১৪৪টি ওয়ার্ডে ভোট (Civic Poll)। চালু আদর্শ আচরণবিধি। ১ ডিসেম্বর পর্যন্ত মনোনয়ন। ২১ তারিখ গণনা।
কোর্টে মামলা, তাও কীভাবে পুরভোট ঘোষণা? প্রশ্ন বিজেপির (BJP)। গায়ের জোরে কাজ, দাবি কংগ্রেসের (Congress)। অভিযোগ থাকলে জানান, বলল হাইকোর্ট (Highcourt)। সোমবার শুনানি।
১৯ ডিসেম্বর কলকাতায় পুরভোট। আজই তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার সম্ভাবনা। কলকাতার ৪ বিধায়ক পুর-প্রার্থী হবেন কিনা, সিদ্ধান্ত নেবে শীর্ষ নেতৃত্ব। প্রার্থী ঘোষণা বামেদেরও।
নির্বাচনী এজেন্টকে হতে হবে সংশ্লিষ্ট বুথ এলাকার। আলিপুরে সর্বদল বৈঠকে দাবি। বুথ নয়, সংশ্লিষ্ট ওয়ার্ড থেকে হোক নির্বাচনী এজেন্ট, দাবি বাম-কংগ্রেস-বিজেপির।
ঝুলেই রইল হাওড়ায় পুরভোটের সিদ্ধান্ত। এখনও কিছু জানায়নি রাজ্য। জানাল রাজ্য নির্বাচন কমিশন। দায়ী রাজ্যপাল, অভিযোগ তৃণমূলের। দায় সরকারের। পাল্টা বিজেপি।
কলকাতায় চিকিৎসা পরিষেবা সবচেয়ে ভাল, তাই প্রথমে ভোট। ৩০ এপ্রিলের মধ্যেই বাকি পুরভোট, রাজ্যের তরফে হাইকোর্টে জানালেন অ্যাডভোকেট জেনারেল।
পুরভোটে রক্তাক্ত ত্রিপুরা। কোথাও আক্রান্ত তৃণমূল, সিপিএম। কোথাও বিজেপি। সন্ত্রাসের মধ্যেই ভোট পড়ল প্রায় ৮২ শতাংশ। শান্তিতেই ভোট, দাবি কমিশনের। ত্রিপুরায় পুরভোটে সন্ত্রাসের অভিযোগ তৃণমূলের। সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে পুনর্নির্বাচন দাবি। ফের ভোট চায় বামেরাও। গুরুত্বে নারাজ বিজেপি।
ত্রিপুরায় পুরভোট চলাকালীনই সুরক্ষা নিয়ে বেনজির নির্দেশ সুপ্রিম কোর্টের। দেওয়া হয় অতিরিক্ত ২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ।
সন্ত্রাসের অভিযোগ করায় ভোটারকেই ধমক ত্রিপুরার মন্ত্রীর। ভিডিও ট্যুইট করে নিন্দায় সরব তৃণমূল। পাল্টা হিংসার অভিযোগ বিজেপির। শিশুসুলভ নেতৃত্ব, বদনাম কুড়োচ্ছে দল। পুরভোটে হিংসা নিয়ে বিরোধীদের পাশে দাঁড়িয়ে মন্তব্য সুদীপ রায় বর্মনের। সব রাজ্যেই এমন হয়, জবাব উপ-মুখ্যমন্ত্রীর।
মেঘালয়েও ১৮ কংগ্রেস বিধায়কের মধ্যে ১২জনই তৃণমূলে। যোগ্য বিকল্প খুঁজছিলাম, দাবি সাংমার। মোদিকে খুশি করতেই কংগ্রেসে ভাঙন, খোঁচা অধীরের। দল ভাঙলেও সংসদে তৃণমূলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করছে না কংগ্রেস। শীতকালীন অধিবেশনে জোট করেই বিজেপির বিরুদ্ধে লড়াই। সনিয়ার বাড়িতে বৈঠকে সিদ্ধান্ত।
স্কুলে গ্রুপ ডি নিয়োগে দুর্নীতি মামলায় হাইকোর্টের নজরে আরও ৫৪২ জন। নিয়োগের নথি খতিয়ে দেখে মধ্যশিক্ষা পর্ষদকে বেতন বন্ধের নির্দেশ।
রাজ্যে একদিনে করোনায় ৭৫৮জন সংক্রমিত, ১১জনের মৃত্যু। হংকং, দঃ আফ্রিকা, বৎসোনায় শক্তিশালী প্রজাতির হদিশ। রাজ্যকে সতর্ক করল কেন্দ্র।
ভারত-নিউজিল্যান্ড টেস্টে অভিষেকেই অর্ধশতরান শ্রেয়সের। হাফ সেঞ্চুরি শুভমন, জাডেজারও। প্রথম দিনের শেষে ভারতের স্কোর ৪ উইকেটে ২৫৮।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -