কৃষ্ণেন্দু অধিকারী, প্রকাশ সিন্হা ও রঞ্জিত সাউ, কলকাতা: রাত পোহালেই খুলছে স্কুল। সরকারি আর্জি মেনে ফুল বা পেন দিয়ে অভ্যর্থনা জানানো হবে আগত পড়ুয়াদের। সোমবার দিনভর রাজ্যজুড়ে স্কুল খোলার প্রস্তুতি।


কাউন্টডাউন শুরু...দিন, মাস, বছর ঘুরে শেষমেশ খুলছে স্কুল। করোনাক্লিষ্ট ঘরবন্দি পড়ুয়ারা ফের পা রাখবেন শিক্ষাঙ্গণে। আপাতত শুরু হচ্ছে নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর, নবম ও একাদশের ক্লাস শুরু হবে সকাল ১০টায়। দশম ও দ্বাদশের ক্লাস শুরু হবে ১১টায়। ক্লাস শুরুর আধঘণ্টা আগে স্কুলে হাজির হতে হবে পড়ুয়াদের। 


দীর্ঘদিন গৃহবন্দি থাকার পর, স্কুলে আসবে পড়ুয়ারা। তাদের জন্য বিশেষ ব্যবস্থা করারও উদ্যোগ নেওয়া হচ্ছে। দীর্ঘদিন বাদে স্কুলে এসে পড়ুয়ারা যাতে বাড়ির মতো পরিবেশ পায়, তা নিশ্চিত করার বার্তা এসে পৌঁছেছে। আর্জি মেনে প্রস্তুতি শুরু করে দিয়েছে স্কুলগুলিও। যাদবপুর বিদ্যাপীঠের প্রধান শিক্ষক পরিমল ভট্টাচার্য বলেছেন, সরকার নির্দেশ দিয়েছে, ফুল, নয় পেন দিয়ে অভ্যর্থনা জানাব।


পড়ুয়াদের স্কুলে প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে উদ্যোগী বেসরকারী স্কুলগুলিও। রামমোহন মিশন স্কুল প্রিন্সিপাল সুজয় বিশ্বাস বলেছেন, আমরা সবাইকে ফুল দেব। 
 করোনাবিধি মানার পাশাপাশি স্কুলেই একটি আইসোলেশন রুম তৈরি করেছে বালিগঞ্জ শিক্ষা-সদন। স্কুলে এসে পড়ুয়া অসুস্থ বোধ করে তাঁকে পাঠানো হবে সেখানে। রয়েছেন ডাক্তার ও নার্সও। বালিগঞ্জ শিক্ষা সদনে নবম ও একাদশের ক্লাস হবে ৯টা৪৫ থেকে ৩টে ১৫ পর্যন্ত। অন্যদিকে, দশম ও দ্বাদশের ক্লাস হবে ৯টা থেকে দুপুর আড়াইটে পর্যন্ত। 


সোমবার, বিধাননগর মিউনিসিপ্যাল হাইস্কুল ও ভারতীয় বিদ্যাভবনে ক্লাসঘর স্যানিটাইজ করা হয়। দূরত্ব-বিধি বজায় রাখতে মেঝেয় গোল দাগ ও ক্লাসঘরের বেঞ্চে আসন মার্কিং করা হয়। স্কুলের বাইরে যাতে আবর্জনা না জমে, তার জন্য সতর্ক করা হচ্ছে পুরসভার তরফে। 


সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের পাশাপাশি মঙ্গলবার খুলছে বেসরকারি স্কুলও। তবে,  ক্যালকাটা গালর্স, ডন বস্কো, ডিপিএস রুবি পার্ক, ফিউচার ফাউন্ডেশন মতো বহু স্কুল মঙ্গলবার  ক্লাস শুরু করছে আপাতত নবম ও একাদশ দিয়ে। সাউথ পয়েন্টে ক্লাস শুরু হবে শুধু দশমের। যদিও লা মার্টিনিয়ার, বালিগঞ্জ শিক্ষা সদনের মতো স্কুলে নবম থেকে দ্বাদশ পর্যন্তই ক্লাস হবে।