সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: ব্যারাকপুর বিধানসভায় পাকিস্তানির বাস, বিস্ফোরক অর্জুন সিংহ। SIR-ঘোষণার পর বিস্ফোরক বিজেপি নেতা। তিনি বলেন, 'ব্যারাকপুরে ১৬, ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ডে ৪০০ পাকিস্তানি বাস করছে। সকলের ভোটার তালিকা থেকে নাম বাদ যাবে। কোনও অবৈধ ভোটারকে বাঁচাতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন, 'উদয়ন গুহর ছেলে মত্ত অবস্থায় বাড়ির সামনে বোমাবাজি করেছেন..', বিস্ফোরক অভিযোগ BJP নেতার
অনুপ্রবেশ ইস্য়ুতে কেন্দ্র-রাজ্য় তরজা নতুন কিছু নয়। এবার পশ্চিমবঙ্গে SIR শুরুর দিনেই বিস্ফোরক দাবি করলেন বিজেপি নেতা অর্জুন সিং। তাঁর দাবি, ব্য়ারাকপুর শিল্পাঞ্চলে প্রায় ৪০০-র ওপরে পাকিস্তানি আছে। এমনকী, এই এলাকার এক কাউন্সিলর বাংলাদেশ থেকে এসেছেন বলেও দাবি করেছেন অর্জুন সিং। এদিন অর্জুন সিংহ বলেন, SIR-এ তো নাম বাতিল করার জন্য ব্যাপার নেই, SIR -এ যারা অবৈধ ভোটার আছেন, যারা মারা গেছেন, যাদের তিনটে নাম আছেন, যারা বাংলাদেশের নাগরিক তাঁদের ভোটার লিস্ট থেকে নাম বাদ যাবে, ...কাবুলিওয়ালা যারা কাজাকিস্তান থেকে এসেছেন, তাঁদের ভোটার লিস্টে নাম থাকবে কেন, বাংলাদেশে ভোটার লিস্টে যাদের নাম আছে, তাঁদের এখানে নাম থাকবে কেন ? ভারতের নির্বাচন কমিশন, বাংলাদেশের নির্বাচন কমিশন থেকে সব তথ্য নিয়ে এসেছে, যে ওখানে বাংলাদেশে ওদের নাম আছে। তো তাঁদের নাম বাদ যদি দেয়, তাহলে বৈধ ভোটার কোথা থেকে হল ?' প্রশ্ন তোলেন তিনি। এরপরেই তিনি তোলেন বিস্ফোরক অভিযোগ। অর্জুন সিংহ বলেন, 'ব্যারাকপুর শিল্পাঞ্চলে, শুধু ব্যারাকপুরের ১৬, ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ডে প্রায় ৪০০ এর উপর পাকিস্তানি আছে।'
অর্জুন সিংয়ের বারবার দলবদলের প্রসঙ্গ টেনে, এই আক্রমণের কড়া জবাব দিয়েছে তৃণমূল। সেই সঙ্গে অর্জুনকে নিয়েও চাঞ্চল্য়কর দাবি করেছেন জগদ্দলের তৃণমূল বিধায়ক।জগদ্দল তৃণমূল বিধায়ক সোমনাথ শ্য়াম বলেন, যতদিন ওঁর ঘনিষ্ঠ ছিল, তৃণমূলে থাকলে খারাপ। উনি বারংবার তৃণমূলে এসে তৃণমূলের ব্য়াপারে বলতেন, তখন তৃণমূলের প্রশংসা করতেন, তখন ঠিক ছিল।এখন অন্য় জায়গায় চলে গেলেন, সঙ্গে সঙ্গে সবাই অবৈধ ভোটার হয়ে গেল! অর্জুনের এই চরিত্র, এই দ্বৈত চরিত্র সবাই জেনে গেছে। যখন যেখানে, তখন সেরকম কথা। আবার তৃণমূলে আসার প্রচেষ্টা করছে, আসলে আবার উল্টো কথা বলবে।
প্রশ্ন: তৃণমূলে আসার চেষ্টা করছে?
জগদ্দল তৃণমূল বিধায়ক সোমনাথ শ্য়াম: অবশ্য়ই প্রচেষ্টা করছে। চেষ্টা করেই যাচ্ছে সে।
SIR শুরুর আগে থেকেই বাগযুদ্ধ শুরু হয়ে গেছিল। SIR শুরুর দিন থেকেই তাঁর আঁচ আরও বাড়ল।