শুভেন্দু ভট্টাচার্য,কোচবিহার: দিনহাটায় বিজেপি নেতার বাড়ির সামনে বোমাবাজির অভিযোগ, সিসি ক্য়ামেরায় ধরা পড়েছে বোমাবাজির ছবি। উদয়ন গুহর ছেলের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ উঠেছে। উদয়ন গুহর ছেলে মত্ত অবস্থায় বাড়ির সামনে বোমাবাজি করেছেন অভিযোগ বিজেপি নেতার। পাল্টা অভিযোগ অস্বীকার তৃণমূলের। 

Continues below advertisement

আরও পড়ুন, বাংলা ও বিহার, দুই রাজ্যেরই ভোটার প্রশান্ত কিশোর! কীভাবে এমন কাণ্ড, তুঙ্গে বিতর্ক

Continues below advertisement

বাড়ির সামনে ১০-১৫ টা বাইক নিয়ে জমায়েত, ফাটানো হল বোমা, কিছুক্ষণের জন্য আটকে পড়ল অন্যান্য গাড়িও। রাজ্যে SIR ঘোষণার দিনই উত্তপ্ত হয়ে উঠল কোচবিহারের রাজনীতি।দিনহাটাতে বিজেপি জেলা সম্পাদকের বাড়ির সামনে বোমাবাজির অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, সোমবার রাত ১১টা নাগাদ বিজেপি নেতা অজয় রায়ের বাড়ির সামনে বোমাবাজির ঘটনা ঘটে। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর ছেলে সায়ন্তন গুহ-র নেতৃত্বে বোমাবাজি করা হয় বলে অভিযোগ। বিজেপি  জেলা সম্পাদক  অজয় রায় বলেন, গতকাল রাতের অন্ধকারে উদয়ন গুহ-র পুত্র সায়ন্তন গুহ নেশাগ্রস্ত অবস্থায় কিছু দুষ্কৃতী নিয়ে এসে আমার বাড়ির সামনে বোমাবাজি করে পালিয়ে যায়। আসলে এরা ভয় পাচ্ছে ২৬-এ যে বিধানসভা নির্বাচন সেই নির্বাচনকে। আর এই নির্বাচনে এদের পতন নিশ্চিত। আর দিনহাটার মানুষ এগুলো দেখছে। আগামী দিনে ভোটের মাধ্যমেই দিনহাটার মানুষ এর জবাব দিয়ে দেবে।  এই অভিযোগ নিয়ে পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছেন অভিযুক্ত তৃণমূল নেতা। তৃণমূল কংগ্রেস জেলা সাধারণ সম্পাদক   সায়ন্তন গুহ বলেন, NIA-এর ওপরে যদি কোনও সংস্থা থেকে থাকে, তাকে দিয়ে আমার মনে হয় ওদের তদন্ত করা উচিত। NIA-র তদন্ত তো করাই উচিত। এতবড় যখন বোমাবাজির ঘটনা ঘটেছে। আরে দেখাক না ওর বাড়ির গেটে কোনও কিছু হয়েছে। দেখাক না ওর বাড়ির মধ্য়ে কেউ কিছু ছুড়েছে। ওর বাড়িতে আমি আক্রমণ করব, আমার এত খারাপ দিন পড়েছে। এই ঘটনা নিয়ে সোশাল মিডিয়ায় সুকান্ত মজুমদার পোস্ট করেছেন,SIR ঘোষণার পরেই রাতের অন্ধকারে ভারতীয় জনতা পার্টির কোচবিহার সাংগঠনিক জেলার মাননীয় সম্পাদক শ্রী অজয় রায়ের বাড়ির সামনে ভাড়াটে দুষ্কৃতীবাহিনীকে ব্যবহার করে শাসানি, হুমকি এবং বোমাবাজি করল আতঙ্কিত তৃণমূল! রাতের অন্ধকারের আশ্রয় নিয়ে কাপুরুষের মতো তৃণমূলের এই আক্রমণ শুধু রাজনৈতিক নির্লজ্জতাই নয়, বরং স্পষ্ট একটি নিদর্শন যে SIR ঘোষণার পর কোচবিহারে কতটা আতঙ্কের মধ্যে রয়েছেন উদয়নবাবুরা!  উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী  উদয়ন গুহ বলেছেন,ওই ব্যক্তি নিশ্চয়ই SIR চালু করেননি।  SIR চালু হবে, তার নোটিসও নিশ্চয়ই ওই ব্যক্তি জারি করেননি। যে ওর বাড়ির সামনে গিয়ে বোমা ফাটাতে হবে। জেলা এবং দিনহাটা মহকুমায় বিজেপির কি ওই একজনই নেতা আছে যার সামনে গিয়ে বোমা ফাটাতে হবে? সব মিলিয়ে, দাবি-পাল্টা দাবিতে দিনহাটা সরগরম।