কলকাতা: ফের দুর্যোগের আশঙ্কার বার্তা হাওয়া অফিসের (West Bengal Weather update )। এদিকে আজ ও আগামীকাল গুরুত্বপূর্ণ দিন। রাত পেরোলেই স্বাধীনতা দিবস। ঠিক তার আগেই স্বাধীনতার মধ্য়রাতে, আজ নারী স্বাধীনতার ডাক। আর জি কর কাণ্ডের প্রতিবাদে আজ ঠিক রাত ১২টা বাজতে পাঁচে, রাজ্য়জুড়ে জমায়েতের ডাক দিয়েছেন মহিলারা ( RG Kar Protest)। ১২ টা বাজতে আর বেশি দেরি নেই। ঠিক এমনই এক মুহূর্তে আজ এবং আগামীকাল কলকাতা-সহ গোটা রাজ্যে কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস।


আইএমডি সূত্রে খবর, আজ কলকাতায় আকাশ মেঘলা থাকবে। বৃষ্টির আশঙ্কা রয়েছে। আর্দ্রতাজনিত অস্বস্তি একইরকম থাকবে। পাশাপাশি আজ ও আগামীকাল দক্ষিণবঙ্গের ১৫ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দেওয়া হয়েছে হলুদ সতর্কতা।


দক্ষিণবঙ্গে কোন কোন জেলায় বৃষ্টির আশঙ্কা ?


কলকাতা


উত্তর ২৪ পরগনা


দক্ষিণ ২৪ পরগনা


হাওড়া


হুগলি


পূর্ব মেদিনীপুর


পশ্চিম মেদিনীপুর


ঝাড়গ্রাম


পুরুলিয়া


বাঁকুড়া


পূর্ব বর্ধমান


পশ্চিম বর্ধমান


বীরভূম


মুর্শিদাবাদ


নদিয়া


অপরদিকে, উত্তরবঙ্গের ৫ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আজ এবং আগামীকাল অর্থাৎ স্বাধীনতা দিবসের দিন ভারী বৃষ্টির আশঙ্কায় সতর্ক করেছে আবহাওয়া দফতর।


উত্তরবঙ্গে কোন কোন জেলায়  হলুদ সতর্কতা ?


দার্জিলিং


কালিম্পং


উত্তর দিনাজপুর


দক্ষিণ দিনাজপুর


মালদা


বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা কোথায় কোথায় ?


একটানা প্রবল বৃষ্টিতে ভয়াবহ অবস্থা উত্তরবঙ্গে। একাধিক জায়গায় গত মাসেই নেমেছে ধস। পাশাপাশি জমা জলে বিপজ্জনক পরিস্থিতি। যদিও গত সপ্তাহেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর তৈরি হওয়া ঘূর্ণাবর্ত সরে গিয়েছে ঝাড়খণ্ডের দিকে। তবুও বাংলায় সক্রিয় মৌসুমী অক্ষরেখা। তার
জেরে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা বেশি।  ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর জেলায় ভারী বৃষ্টি হবে। 


আরও পড়ুন, 'RG Kar কাণ্ডে রাত দখলের নাটক যাঁরা সাজাচ্ছে তাঁদের জমানা কলুষিত.. রাজনৈতিক ইভেন্টে পা দেবেন না', পরামর্শ কুণালের


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।