ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 06 Jan 2022 09:07 AM (IST)
West Bengal Weather Update : দক্ষিণবঙ্গের বাকি জেলা ও উত্তরবঙ্গেও শীতের আমেজ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সপ্তাহান্তে ৩-৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে।
আগামী সপ্তাহে রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভাবনা
কলকাতা : শীতের আমেজ বজায় থাকলেও ফের ঊর্ধ্বমুখী পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। সকালে কুয়াশা থাকলেও, বেলা বাড়লে আকাশ পরিষ্কার।
দক্ষিণবঙ্গের বাকি জেলা ও উত্তরবঙ্গেও শীতের আমেজ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সপ্তাহান্তে ৩-৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে।
পরপর পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তর-পশ্চিম ভারতে আবহাওয়ার পরিবর্তন হবে।
উত্তরবঙ্গেও আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা নেই। তবে কুয়াশার দাপট থাকবে ।
বুধবার কলকাতায় নেমেছিল পারদ। গতকাল শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। তাপমাত্রা নেমেছে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও। শীতের কনকনানি উত্তরবঙ্গে। তার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দফতর আগেই জানায়, বৃহস্পতিবার থেকে তাপমাত্রা বাড়বে রাজ্যের। দেখে নিই কেমন থাকতে পারে আগামী কয়েকদিন কলকাতার আবহাওয়া ।
দিন
সর্বনিম্ন তাপমাত্রা
সর্বোচ্চতাপমাত্রা
সারাদেন কেমন যাবে
0৬-Jan
১৩.0
২৪.0
সকাল সকাল কুয়াশা, পরে ঝকঝকে দিন
0৭-Jan
১৪.0
২৫.0
সকাল সকাল কুয়াশা, পরে ঝকঝকে দিন
১৮-Jan
১৫.0
২৬.0
ঝকঝকে দিন
০৯-Jan
১৭.0
২৭.0
ঝকঝকে দিন
১০-Jan
১৮.0
২৭.0
ঝকঝকে দিন
বছরের শুরুতেই রাজ্যে ফিরেছে শীত। জেলাগুলিতেও নেমেছে তাপমাত্রা। পশ্চিমাঞ্চল জুড়ে ১০ ডিগ্রির কাছাকাছি পারদ। তরাই-ডুয়ার্সে পারদ নেমেছে ১০ ডিগ্রির নীচে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী কয়েকদিন রাজ্যজুড়ে শীতের স্থিতাবস্থা বজায় থাকবে।