পুরুলিয়া:  আগেই দুর্যোগের আশঙ্কার কথা জানিয়েছিল হাওয়া অফিস। আর এবার পূর্বাভাস মিলিয়েই সকাল থেকে পুরুলিয়া জেলা জুড়ে আরম্ভ হল ঝড় ও বৃষ্টি। তীব্র তাপদাহ থেকে একটু হলেও স্বস্তি পেল জেলার বাসিন্দারা। তবে আজ ও আগামীকাল কেমন থাকবে আবহাওয়া কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ? জানাল হাওয়া অফিস।

Continues below advertisement

Continues below advertisement

আরও পড়ুন, 'কেন নাম নেই তালিকায় ? আমাদের গুলি করে মেরে দিক মুখ্যমন্ত্রী' ! হাজরায় পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ, আটক SSC-র চাকরিহারাদের..

কলকাতায় বাতাসে জলীয়বাষ্পের সঙ্গে গরমের অস্বস্তি চরমে।  রাতের গরম ও দিনের প্রখর তাপে শুষ্ক ও অস্বস্তিকর আবহাওয়া। যদিও এদিন আকাশ আংশিক মেঘলা থাকার কারণে, গরম ও অস্বস্তিকর আবহাওয়া শহর জুড়ে। মঙ্গলবার এর মধ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। IMD সূত্রে খবর, আজ সোমবার কলকাতায় নুন্যতম তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়ার্স এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়ার্স । এবার কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনার আজ ফের বলেছে আবহাওয়া দফতর।

যদিও হাওয়া অফিস আগেই জানিয়েছিল, তাপমাত্রা ক্রমশ কমবে ঝড় বৃষ্টির কারণে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বুধবারের মধ্যে তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।সোমবার ঝড় বৃষ্টির পরিমাণ বেশি থাকবে হুগলি, পশ্চিম মেদিনীপুর ,বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান এই ছয় জেলাতে। এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা ঝড়ো হাওয়া ৬০ কিলোমিটার পর্যন্ত গতিবেগে বইতে পারে। কলকাতা সহ বাকি জেলাতে বজ্রবিদ্যুৎসহ ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাস বইতে পারে। মঙ্গলবারে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস।

তবে দক্ষিণবঙ্গের থেকে বেশি বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলায়।  উত্তরবঙ্গের দার্জিলিং, কোচবিহার, শিলিগুড়ি, আলিপুরদুয়ার-সহ ৪ থেকে ৫ জেলায় অঝোর ধারায় বৃষ্টি হয়েছে। তবে মালদায় তাপপ্রবাহের পরিস্থিতি ছিল। সেদিক থেকে দেখতে গেলে, উত্তরবঙ্গের অন্যান্য জেলার মতো বৃষ্টির সৌভাগ্য সবসময় হয় না এই জেলার বাসিন্দাদের।তবে এপ্রিল পেরোলেই ফের জ্বালা ধরাতে পারে গরম। একথা অনেক আগেই জানিয়েছিল হাওয়া অফিস। মূলত তিনটে মাসের কথা বলা হয়েছিল। এপ্রিল, মে, জুন। তবে বরাত জোরে এপ্রিল জ্বালা ধরানো গরমের সঙ্গে স্বস্তির বৃষ্টিও হয়েছে। কখনও নিম্নচাপ, কখনও পশ্চিমী ঝঞ্জার কারণে এরাজ্য়ে ফিরেছে স্বস্তির আবহাওয়া।