আশাবুল হোসেন, দীপক ঘোষ, কলকাতা: কেন ১০ বছর জিটিএ-র (GTA) ক্যাগ অডিট হয়নি? এই নিয়ে প্রশ্ন তুলে এবার অমিত মিত্রর (Amit Mitra) জবাব চাইলেন রাজ্যপাল (Jagdeep Dhankhar)। তাঁর অভিযোগ, দুর্নীতির আখড়া হয়ে উঠেছে জিটিএ (GTA)। যদিও রাজ্যপালের অভিযোগ গুরুত্ব দিতে চায়নি তৃণমূল। রাজ্যপালের পাশে দাঁড়িয়ে তৃণমূলকে বিঁধেছে বিজেপি (BJP)।


রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar) বলেন, মুখ্যমন্ত্রীর মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা অমিত মিত্রকে জবাব দিতে হবে, কেন ১০ বছর GTA’র CAG অডিট হয়নি। দুর্নীতির আখড়া হয়ে উঠেছে GTA।


সম্প্রতি পাহাড়ে গিয়ে GTA নির্বাচনের ইঙ্গিত দেন মুখ্যমন্ত্রী। এই প্রেক্ষাপটে ফের গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন বা GTA-র অডিট নিয়ে প্রশ্ন তুলে, রাজ্য সরকারকে চড়া সুরে আক্রমণ করলেন রাজ্যপাল। 


জবাব চাইলেন প্রাক্তন অর্থমন্ত্রী, বর্তমানে মুখ্যমন্ত্রীর মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা অমিত মিত্রর কাছ থেকে। জুন মাসে পাহাড় সফরে গিয়ে, GTA-র অডিট নিয়ে প্রশ্ন তোলেন রাজ্যপাল। এবার সুর আরও চড়িয়ে তাঁর অভিযোগ, ক্যাগ অডিট না হওয়ায় দুর্নীতির আখড়া হয়ে উঠেছে GTA। 


রাজ্যপাল জগদীপ ধনকড়ের কথায়, ভাবুন একবার, ১০ বছর ধরে অডিট হয়নি! তার মানে হাজার হাজার কোটি টাকার কোনও হিসেবই নেই। দুর্নীতির আখড়া হয়ে উঠেছে GTA। মানুষের আস্থার মর্যাদা দেওয়া হয়নি।
 
২০১৭ সালের সেপ্টেম্বরের পর থেকে নির্বাচিত বোর্ড নেই GTA-তে। তারপর প্রায় তিন বছর জিটিএর চেয়ারম্যান পদে ছিলেন বিনয় তামাং, অনীত থাপারা। এই মুহূর্তে সেখানে রয়েছে প্রশাসক বোর্ড। জিটিএর অডিট নিয়ে ফের রাজ্যপাল প্রশ্ন তুললেও, গুরুত্ব দিতে চায়নি তৃণমূল।


তাপস রায় জানিয়েছেন, উনি তো প্রচারসর্বস্ব। সেই জন্য ট্যুইট না করে থাকতে পারেন না। উনি নিরন্তর আক্রমণ করে চলেছেন সবসময় প্রচার চান, তাই অমিত মিত্রকে আক্রমণ করেছেন। প্রচার না পেলে ট্যুইট করেন।


প্রত্যাশিতভাবে রাজ্যপালের পাশে দাঁড়িয়ে জিটিএ-র অডিট নিয়ে সরব হয়েছে বিজেপি। বিষয়টিতে সম্মতি জানিয়ে দিলীপ ঘোষ বলেন, জিটিএ নিয়ে ঠিকই বলেছেন রাজ্যপাল। কেন এতদিন অডিট হবে না? রাজ্যকে এর জবাব দিতে হবে। উনি জানতে চাইলে কেন এত রাজ্যের সমস্যা হয়? সব মিলিয়ে জিটিএ নির্বাচনের আগে অডিট-প্রশ্নে সরগরম হয়ে উঠেছে রাজ্য রাজনীতি।