ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: আজ পার্ক হোটেলকাণ্ডের শুনানি। করোনাবিধি উপেক্ষা করে পার্টির ঘটনা সামনে আসার পরই আবগারি দফতর ওই হোটেলে মাদক পরিবেশন ও বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করে। আজ শুক্রবার সেই বিষয়েই শুনানি হবে। আবগারি দফতরেই হবে এই শুনানি। হোটেল কর্তৃপক্ষ এবং আবাগারি দফতরের আধিকারিক। এদিন দু-পক্ষই উপস্থিত থাকবে। পার্ক হোটেল কর্তৃপক্ষ মদ পরিবেশন করতে পারবেন কিনা সে ব্যাপারে আজই রায় ঘোষণা করা হবে। 


গত ১৬ জুলাই পার্ক হোটেলের ম্যানেজারকে তলব করে আবগারি বিভাগ। পার্ক হোটেল কর্তৃপক্ষের কাছ থেকে সি সি ফুটেজও সংগ্রহ করে তারা। কোন সময় থেকে কোন সময় পর্যন্ত মদ সরবরাহ করা হয়? সি সি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে দেখে আবগারি বিভাগ। শুধু তাই নয়, মদ বাইরে থেকে আনা হয়, নাকি হোটেলই তা সরবরাহ করে? জানতে চায়  আবগারি বিভাগ।  হোটেল কর্তৃপক্ষর দাবি, মদ এসেছিল বাইরে থেকে। পার্টিতে মদ ছাড়াও সরবরাহ করা হয়েছিল কি অন্য কোনও মাদক? জানতে চায় আবগারি দফতর। 


পুলিশ সূত্রে খবর, লালবাজারের তরফে আবগারি দফতরকে চিঠি দিয়ে ঘটনার দিন পার্ক হোটেলে কী কী অনিয়ম হয়েছে, তা জানানো হয়েছে। তার প্রেক্ষিতেই হোটেলের পানশালা বন্ধ রাখার নির্দেশ দেয় আবগারি দফতর। এর পর ম্যানেজারকেও ডেকে পাঠায় আবগারি দফতর। 


সম্প্রতি করোনা-বিধি উড়িয়ে, সরকারি বিধিনিষেধ তোয়াক্কা না করে মধ্যরাতে পার্কস্ট্রিটের পাঁচতারা হোটেলে স্যাটার্ডে নাইট পার্টির ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। বাধা দেওয়ায় পুলিশের ওপর চড়াও হওয়ার অভিযোগ ওঠে। গ্রেফতার করা হয় ৩৭ জনকে। বাজেয়াপ্ত করা হয়,মার্সিডিজ-সহ ২টি বিলাসবহুল গাড়ি। বিদেশি মদের বোতল ও গাঁজা। ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করেন ফরেন্সিক বিশেষজ্ঞরা। ঘটনার তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য বুধবার ১০ জনকে ডেকে পাঠানো হয় লালবাজারে। ওই ১০ জনের মধ্যে ছিলেন হোটেলের ফ্লোর ম্যানেজার, লবি ম্যানেজার, হোটেলের সঙ্গে যুক্ত ডিজে এবং বার ও বেভারেজের দায়িত্বে থাকা ম্যানেজার। 


এদিকে ইতিমধ্যেই আবগারি দফতর পার্ক হোটেল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত হোটেলের ৯টি বার বন্ধ রাখতে হবে। সেখানে মদ সরবরাহ করা যাবে না। যেভাবে করোনা পরিস্থিতি ও কার্যত লকডাউনের সমস্ত নিয়ম কানুনকে বুড়ো আঙুল দেখিয়ে পার্ক হোটেলে পার্টির আয়োজনের অভিযোগ উঠেছে, তা দেখে তাজ্জব লালবাজারের কর্তারা। পুলিশ সূত্রে খবর, যে এজেন্সির মাধ্যমে ঘটনার দিন পার্ক হোটেলে ঘর বুক করা হয়েছিল, তাদেরও চিহ্নিত করা হয়েছে।