ঝিলম করঞ্জাই, কলকাতা: সারা দেশের মতো  এ রাজ্যেও দাপট অব্যাহত করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের। রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা কমলেও মারণ এই ভাইরাসের প্রকোপ নিয়ে উদ্বেগ এখনই কাটার কোনও লক্ষণ নেই। এরইমধ্যে  বেলেঘাটা আইডি-তে সোয়াই ফ্লু আক্রান্ত  হয়ে এক মহিলার মৃত্যু হল।  গত ৩ অগাস্ট মৃত্যু হয় পঞ্চাশোর্ধ্ব মহিলার।


বেলেঘাটা হাসপাতালে  বাড়ছে সোয়াইন ফ্লু আক্রান্ত সন্দেহে রোগীর সংখ্যা। হাসপাতাল সূত্রে খবর, সোয়াইন ফ্লু-র চিকিৎসায় ৫০ বেডের ওয়ার্ড তৈরির আবেদন করা হয়েছে রাজ্যের স্বাস্থ্য দফতরের কাছে। এরমধ্যে ২৫ বেডের ওয়ার্ড হবে পুরুষ রোগীদের জন্য। আর ২৫ বেডের ওয়ার্ড হবে মহিলা আক্রান্তদের জন্য।  এ ব্যাপারে স্বাস্থ্য ভবনে আবেদন জানিয়েছে বেলেঘাটা আইডি হাসপাতাল কর্তৃপক্ষ। স্বাস্থ্য ভবন বিষয়টি বিবেচনা করছে বলে সূত্রের খবর। এই মুহূর্তে সোয়াইন ফ্লু আক্রান্ত সন্দেহে বেলেঘাটা আইডি-তে ভর্তি ২ জন। হাসপাতাল সূত্রে খবর, করোনা আক্রান্তের সংখ্যা কমলেও আউটডোরে সোয়াইন ফ্ল আক্রান্ত সন্দেহে রোগীর সংখ্যা বাড়ছে। 


 এদিকে, রাজ্যে রবিবারের থেকে খানিকটা কমল দৈনিক করোনা সংক্রমণ। । সোমবার স্বাস্থ্য দফতর প্রকাশিত রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৫৫৭ জনএখনও পর্যন্ত রাজ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট ১৫ লক্ষ ৩৪ হাজার ৩৬০ জন। রবিবার প্রকাশিত স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছিল ৬৭৫ জন। সেই তুলনায় এদিনের পরিসংখ্যান কিছুটা স্বস্তির। এক দিনে কিছুটা কমেছে সক্রিয় রোগীর সংখ্যা। সরকারি হিসেবে ৯ অগাস্ট রাজ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা  ১০ হাজার ৩১২। 


রাজ্যে একদিনে সুস্থ হয়েছেন ৭১৯ জন। এ নিয়ে করোনা আবহ শুরুর দিন থেকে এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ১৫,০৫,৮০৮ জন। সরকারি হিসেবে সোমবার রাজ্যে সুস্থতার হার ৯৮. ১৪ শতাংশ। দৈনিক সংক্রমণে শীর্ষে উত্তর ২৪ পরগনা। একদিনে সেখানে আক্রান্ত হয়েছে ৭৫ জন। এরপর রয়েছে শৈলশহর দার্জিলিং। সেখানে একদিনে আক্রান্তের সংখ্যা ৫৩ জন, কলকাতায় একদিনে আক্রান্ত হয়েছে ৩৭ জন।