মেড-ইন-ইন্ডিয়া মাইক্রো-ব্লগিং প্ল্যাটফর্ম কু এশিয়া মহাদেশের (APAC) হটেস্ট সোশ্যাল মিডিয়া ব্র্যান্ড হিসাবে জনপ্রিয় হয়ে উঠেছে, মার্কিন যুক্তরাষ্টের প্রোডাক্ট অ্যানালিটিক্স সংস্থা অ্যামপ্লিটিউডের প্রকাশিত সাম্প্রতিক রিপোর্টে উঠে এসেছে এই তথ্য। 


প্রোডাক্ট রিপোর্ট ২০২১ এর তথ্য অনুযায়ী,  APAC  এর প্রথম পাঁচ হটেস্ট ডিজিটাল প্রোডাক্টের মধ্যে তিন নম্বরে জায়গা করে নিয়েছে কু অ্যাপ। এছাড়া আরও একটি  ভারতীয় ব্র্যান্ড CoinDCX এই তালিকায় নিজেদের জায়গা দখল করেছে। পাশাপাশি অন্যান্য যে ব্র্যান্ডগুলি এই তালিকায় রয়েছে সেগুলি হল ফিনটেক ফার্ম এবং একটি রিক্রুটমেন্ট প্রোডাক্ট। 

আরও দেখুন :


"স্থানীয় ভাষায় মতামত প্রকাশের মঞ্চ,'' মন্তব্য কু অ্যাপের সহ প্রতিষ্ঠাতা ময়ঙ্ক বিদাওয়াটকার


অ্যামপ্লিটিউড এর বৈশিষ্ট্যগত গ্রাফ থেকে সারা বিশ্বের জনপ্রিয় হয়ে ওঠা ডিজিটাল প্রোডাক্টগুলির সম্পর্কে নানা তথ্য পাওয়া যায়, যা আমাদে ডিজিটাল জীবনকে এক অন্য মাত্রা দেয়। এই রিপোর্টে কু (Koo) অ্যাপকে "প্রাথমিকভাবে ভারতীয়দের জন্য নিজের ভিন্ন ভিন্ন মাতৃ ভাষায় মতপ্রকাশের অন্যতম জনপ্রিয় একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম" হিসাবে বর্ণনা করা হয়েছে। রিপোর্টে আরও বলা হয়েছে যে কু (Koo) "পথ চলা শুরু করার অল্প দিনের মধ্যেই 1 বিলিয়নেরও বেশি শক্তিশালী কমিউনিটি হিসাবে সকলের পছন্দের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হিসাবে গড়ে উঠেছে।" একটি বহুভাষিক মাইক্রো-ব্লগিং প্ল্যাটফর্ম হিসাবে, কু (Koo) অ্যাপ ২০২০ সালের মার্চ মাসে লঞ্চ হওয়ার পর থেকে মাত্র ২০ মাসের মধ্যে ১৫ মিলিয়নেরও বেশি ব্যবহারকারীর পছন্দের অ্যাপ হয়ে উঠেছে। পাশাপাশি নয়টি ভারতীয় ভাষায় ব্যবহারকারীরা কু অ্যাপে নিজের মত  প্রকাশ করতে পারছে । শক্তিশালী প্রযুক্তি এবং উদ্ভাবনী ভাষা অনুবাদ বৈশিষ্ট্য দ্বারা তৈরি, কু (Koo) আগামী এক বছরে ১০০ মিলিয়ন ডাউনলোডের মাইলস্টোন অতিক্রম করবে বলে আশা করা হচ্ছে।


জনপ্রিয়তার নিরিখে আগামীদিনে প্রথম সারিতে নিজের জায়গা দখল করতে চলা সংস্থাগুলিকে মাসিক ব্যবহারকারী সংখ্যার ভিত্তিতেই নির্বাচন করা হয় অ্যামপ্লিটিউড রিপোর্টে। বিশেষ করে ডি়জিটাল জগতে বেড়ে ওঠা সংস্থাগুলির মান নির্ধারণ করা এবং জুন ২০২০ থেকে জুন ২০২১ পর্যন্ত ১৩ মাসের মেয়াদে অনুসারে প্রতি মাসে সক্রিয় ইউজারের ওপর নির্ভর করেই  ডিজিটাল সূচক নির্ণয় করে অ্যামপ্লিটিউড (Amplitude)৷