মুম্বই: নায়িকা কৃতী শ্যানন করোনা আক্রান্ত হয়েছেন। জানা গিয়েছে, কৃতী রাজকুমার রাওয়ের সঙ্গে তাঁর আগামী ছবির শ্যুটিং করছিলেন, তখন তাঁর করোনা পজিটিভ আসে। যদিও তিনি নিজে তাঁর অসুখের ব্যাপারে কিছু জানাননি এখনও।

কিছুদিন আগে কৃতী উড়ানের ছবি শেয়ার করেন, লিখেছিলেন, চণ্ডীগড়ে কাজের শিডিউল শেষ করে ফিরছেন।


কৃতীর আগে বরুণ ধবন, নীতু কপূর, মনীশ পাল, পরিচালক রাজ মেহতা প্রমুখ করোনা আক্রান্ত হন। এঁরা সকলেই চণ্ডীগড়ে যুগ যুগ জিয়ো-র শ্যুটিং করছিলেন। ছবিতে রয়েছেন অনিল কপূর ও কিয়ারা আডবাণীও। অনিল জানিয়েছেন, তাঁর করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।