হিন্দোল দে, কলকাতা: কুঁদঘাটে মর্মান্তিক দুর্ঘটনা। ম্যানহোলে কাজ করতে নেমে তলিয়ে গেলেন ৪ শ্রমিক। হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত্যু। ভূগর্ভস্থ মিথেন গ্যাসেই দুর্ঘটনা বলে প্রাথমিক অনুমান। কর্মীদের সুরক্ষা নিয়ে উঠেছে প্রশ্ন। পুরসভার দাবি, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল। যদিও তা মানতে নারাজ বিপর্যয় মোকাবিলা বাহিনী।


জীবন বাজি রেখে অন্ধকারে নেমেছিলেন...সেই অন্ধকারের বুকে চিরতরে হারিয়ে গেলেন চারজন। ভূগর্ভস্থ নিকাশি নালার পাইপ সংযোগের কাজ করতে গিয়ে মৃত্যু হল কলকাতা পুরসভার চার অস্থায়ী শ্রমিকের! কলকাতা পুরসভার ১১৪ নম্বর ওয়ার্ডের কুঁদঘাট এলাকা। এখানেই, মাটির নিচে, পাইপ সংযোগের কাজ করছে কলকাতা পুরসভার সংস্থা  কেইআইআইপি। সূত্রের খবর, বৃহস্পতিবার বেলা ১২টা নাগাদ, নালার ভিতর, মূল পাইপ সংযোগের কাজে, ভিতরে নামেন ৭ কর্মী। কর্মীদের দাবি, তখনই আচমকা গ্যাস বেরোতে শুরু হয়। তিনকর্মী কোনওমতে বেরিয়ে আসতে পারলেও, ভিতরে আটকে পড়েন ৪ জন।


খবর পেয়েই ঘটনাস্থলে আসে দমকল। উদ্ধার করে একজনকে। কিন্তু, বাকি তিনজনকে উদ্ধার করা কঠিন হয়ে পড়ে। শেষমেষ, বিপর্যয় মোকাবিলা বাহিনীর ঘণ্টা দুয়েকের চেষ্টায় বাকি ৩জন উদ্ধার হয়। তাঁদের মধ্যে দু’জনকে এসএসকেএমে ও ২জনকে বাঘাযতীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ৪ জনকেই মৃত ঘোষণা করেন চিকিত্‍সকরা। বাকি তিন কর্মীও হাসপাতালে ভর্তি।


 


খবর পেয়েই ঘটনাস্থলে আসেন মন্ত্রী অরূপ বিশ্বাস। পুলিশ সূত্রে খবর, মৃত চারজনই মালদার বাসিন্দা। ঝুঁকিপূর্ণ এই কাজে কর্মীদের সুরক্ষা ব্যবস্থা ঠিক মতো ছিল কিনা, তা নিয়ে উঠেছে প্রশ্ন। কলকাতা পুরসভার দাবি, পর্যাপ্ত নিরপত্তার ব্যবস্থা ছিল।


 


কিন্তু এই দাবি মানতে নারাজ বিপর্যয় মোকাবিলা বাহিনী। এক বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীর কথায়, ‘‘আমাদের চোখে নিরাপত্তার কিছু চোখে পড়েনি।’’


 


পুলিশের তরফে জানানো হয়েছে, ভূগর্ভে কাজ চলাকালীন, সম্ভবত কোনওভাবে জল ঢুকেছিল। মিথেন গ্যাস তৈরি হয়ে থাকতে পারে। সেই কারণেই দুর্ঘটনা বলে প্রাথমিক অনুমান। ময়নাতদন্তের পর, মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।