মুম্বই: ছোট পর্দার পরিচিত মুখ কুশল পাঞ্জাবি আর নেই। মুম্বইয়ের পালি হিলে নিজের বাড়িতে আজ তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। একটি সুইসাইড নোটও পেয়েছে পুলিশ।

কুশলের বয়স হয়েছিল মাত্র ৩৭। তাঁর ৪ বছরের একটি ছেলে রয়েছে, স্ত্রী, বাবা মা রয়েছেন। বিগ বস-এর অন্যতম প্রতিযোগী কর্ণজিৎ বোহরা জানিয়েছেন তাঁর মৃত্যুর খবর।



শ্বেতা তিওয়ারি সহ বহু তারকা তাঁর এই আচমকা মৃত্যুতে বিস্ময় ও গভীর শোক প্রকাশ করেছেন।


সিআইডি, কভি হাঁ কভি না, ঝলক দিখলা যা ৭, আদালত সহ টেলিভিশনের বহু সিরিয়াল ও শোয়ে দেখা গিয়েছে কুশলকে। লক্ষ্য, কাল, সালাম এ ইশক, ধন ধনা ধন গোল-এর মত ছবিও করেছেন তিনি।