ভোপাল: রাতারাতি লক্ষ টাকার মালিক হয়ে গেলেন মধ্যপ্রদেশের পান্না জেলার ২ শ্রমিক। খনি থেকে দুটি হিরে খুঁজে পেয়েছেন ওই দুজন, যেগুলির বাজার মূল্য আনুমানিক ৯০ লক্ষ টাকা। ওই অঞ্চলের হিরের খনির ইন্সপেক্টর অনুপম সিংহ জানিয়েছেন, জারুয়াপুর খনি থেকে ৭.৪৪ ক্যারাটের একটি হিরে পেয়েছেন দিলীপ মিস্ত্রী। কৃষ্ণ কল্যাণপুর অঞ্চলের এক খনি থেকে আরেকটু বড় আকারের হিরের খোঁজ পেয়েছেন অনুপম মিস্ত্রী। তাঁর উদ্ধার করা হিরে ১৪.৯৮ ক্যারাটের। সোমবার এলাকার হি্রে অফিসে ওই হিরেগুলি জমা দেওয়া হয়েছে। সেগুলি নিলাম করা হবে বলে জানিয়েছেন স্থানীয় হিরের খনির সঙ্গে যুক্ত আধিকারিকেরা। নিলামে যা দাম উঠবে তার ১২.৫ শতাংশ রয়্যালটি বাবদ বাদ দেওয়ার পর, শ্রমিকেরা তাঁদের প্রাপ্য অংশ পাবেন। হিরের দাম নির্ধারণ করবেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে ৭.৪৪ ক্যারাটের হিরের মূল্য আনুমানিক ৩০ লক্ষ টাকা হবে। আরেকটি হিরের দাম তার দ্বিগুণ হবে বলেই আশা করছেন তাঁরা।
হিরে খুঁজে পাওয়ায় দুই শ্রমিকই রীতিমতো উত্তেজিত। লক্ষ্মণ যাদব জানিয়েছেন তিনি যে টাকা পাবেন, তা সন্তানের পড়াশোনার জন্য খরচ করবেন, তাঁকে মানুষ করবেন। গত ছ মাস ধরে তাঁরা চারজন মিলে হিরে খোঁজার কাজ চালিয়ে যাচ্ছিলেন বলেও জানিয়েছেন যাদব। ঈশ্বরের আশীর্বাদে এত ভাল হিরে পেয়েছেন বলেও মনে করেন তিনি।