কলকাতা : মাইনাস ২০ ডিগ্রি তাপমাত্রা সেখানে। সমতলে বসে এই শীতলতার কথা ভাবাও যায় না। যদ্দূর চোখ যান, সাদা আর সাদা। তুষারের পুরু চাদরে ঢাকা পড়েছে সবকিছু ( Ladakh ) । তবু তিনি অনড় তাঁর প্রতিজ্ঞায়। চলছে তাঁর ৫ দিনের অনশন ( Climate Fast )। হিমাঙ্কের থেকে ২০ ডিগ্রি কম তাপমাত্রায় শুয়ে কাঁপা অথচ প্রত্যয়ী কন্ঠে ট্যুইটারে বার্তা দিলেন থ্রি ইডিয়টসের ফুংসুক ওয়াংরু, বাস্তবের সোনম ওয়াংচুক (#SaveLadakh)।


' ক্ষতির মুখে লাদাখ '


নানা সমস্যায় জর্জরিত লাদাখের মানুষ। বিপর্যস্ত তুষাররাজ্যের বাস্তুতন্ত্র। সোনম ওয়াংচুকের ( Sonam Wangchuk ) দাবি, রাজনীতি থেকে সরকারি প্রকল্প, নানা কারণে ক্ষতির মুখে লাদাখ। বিপন্ন সেখানকার প্রকৃতি ও জনজীবন। এই সব বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চান তিনি। ওয়াংচুক চান, প্রধানমন্ত্রী দ্রুত বিষয়টি নিয়ে হস্তক্ষেপ করুন। লাদাখের সব রাজনৈতিক নেতাদের নিয়ে আলোচনার দাবি করলেন তিনি আবারও। এর আগেও  একটি ভিডিও প্রকাশ করেন সোনম ওয়াংচুক।


মাইনাস ২০ ডিগ্রিতে অনশন


আপাতত তিনি এক খোলা ছাদের উপর শুয়ে হায়াল ক্যাম্পাসে। চারিদিকে বরফ আর বরফ। তাঁর দাবি, তাঁকে আর এগোতে দেওয়া হয়নি। প্রশাসনের তরফে তাঁকে জানানো হয়েছে, খারডুংলা ( KHARDUNGLA ) এখন বরফে ঢাকা। তাই তাঁকে এগোতে দেওয়া যাবে না। সেখানে তাঁর শারীরীক ক্ষতি হতে পারে।  কিন্তু ওয়াংচুক জানিয়েছেন, খারডুংলা টপ তুষারাবৃত ঠিকই, কিন্তু খারডুংলা বেসে তো স্বাস্থ্য সংক্রান্ত সব সুবিধেই আছে। তাই তাঁকে এগোতে দেওয়া হোক।  ভিডিও শেষে তিনি ফের আশা প্রকাশ করেছেন, তাঁর এই অনশন শিগগিরিই প্রধানমন্ত্রীর নজরে আসলে, তিনি যেন লাদাখের সমস্যাটির প্রতি নজর দেন ও দ্রুত হস্তক্ষেপ করেন। 


সোনম ওয়াংচুকের অনুপ্রেরণাতেই  আমির খানের বিখ্যাত ছবি ‘থ্রি ইডিয়টস’-এর প্রধান চরিত্র ফুংসুক ওয়াংরু। লাদাখে সমাজসেবামূলক কাজের জন্য তিনি বিখ্যাত।  ২০১৮ সালে সোনম ‘হিমালয়ান ইনস্টিটিউট অফ অলটারনেটিভস’ নামে এক শিক্ষা প্রতিষ্ঠান চালু করেন। তিনি ২০১৮ সালে রমন ম্যাগসাইসাই সম্মানও। তাঁর উদ্দেশ্য বরাবর লাদাখের উন্নয়ন। হাতেকলমে ছাত্রদের বিজ্ঞানের পাঠ দিতেই তাঁর শিক্ষা প্রতিষ্ঠান তৈরি। থ্রি ইডিয়টস- ছবির পর থেকে তিনি  অনেক মানুষেরই আইকন। এবার লাদাখকে বিপদ থেকে বাঁচাতে তাঁর কণ্ঠ দিল্লি অবধি পৌঁছয় কি না, সেটাই দেখার।